Home জাতীয় বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

by Newsroom

ভারতের অভ্যন্তরে একসারি বিশিষ্ট কাঁটাতারের বেড়া নির্মাণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে জয়েন্ট সার্ভে ও পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ১৩ অক্টোবর মঙ্গলবার দুপুরে বিজিবি নীলফামারী ব্যাটালিয়নের প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশী ৭৬৯ সীমান্ত পিলার এর নিকট বিএসএফ কর্তৃক ০.০৪০ কিলোমিটার স্থানে কাঁটাতারের বেড়া স্থাপন করা হচ্ছে। বেড়া নির্মাণের জন্যে ১২ অক্টোবর সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত পঞ্চগড় জেলার বোদা উপজেলার ধামেরঘাট বর্ডার আউটপোস্ট সংলগ্ন ভারতের অভ্যন্তরে সার্ভে অনুষ্ঠিত হয়।

জয়েন্ট সার্ভেতে নেতৃত্ব দেন বিজিবির পক্ষে নীলফামারী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. মামুনুল হক এবং বিএসএফের পক্ষে ২১ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শরৎ শিং টোমার। পরে পতাকা বৈঠকে উভয় দেশের সার্ভেয়ারের উপস্থিতিতে সীমান্তে সাধারণ নাগরিকের উপর বিএসএফ কর্তৃক গুলি বর্ষণ না করা, ভারত থেকে বাংলাদেশে মাদকদ্রব্যসহ অন্যান্য চোরাচালান রোধে তথ্য আদান-প্রদান করার বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে বিজিবি ও বিএসএফের সার্ভেয়ারসহ ১৬ জন করে সদস্য অংশগ্রহণ করেন।

ভয়েস টিভি/এমএইচ

You may also like