Home জাতীয় আমির হামজার পদক বাদ পড়ায় ক্ষুদ্ধ পরিবার ও মুক্তিযোদ্ধারা

আমির হামজার পদক বাদ পড়ায় ক্ষুদ্ধ পরিবার ও মুক্তিযোদ্ধারা

by Mesbah Mukul
পদক বাদ

মাগুরার চারণ কবি আমির হামজাকে বাংলা সাহিত্যে স্বাধীনতা পদক ঘোষণা দেওয়ার পর আবার তা বাতিল করার কারণে তার পরিবার ও এলাকাবাসী ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। পরিবার থেকে জানা যায় এটা চরম অপমানজনক ও আত্মহত্যার সামিল। এদিকে এলাবাসী ও মুক্তিযোদ্ধারা বলছেন কবি আমির হামজার পদক বাতিল হওয়ায় তারা খুবই ব্যথিত হয়েছেন।

কবি ও মুক্তিযোদ্ধা আমির হামজার বাড়ি মাগুরা শ্রীপুর উপজেলার বরিষাট গ্রাম।

প্রয়াত আমির হামজা নিজ এলাকার মানুষের কাছে একজন চারণ কবি হিসেবে পরিচিত। তিনি একাধারে কবিতা, গান ও সাহিত্য রচনায় সমান পারদর্শী ছিলেন। বিশেষ করে বিভিন্ন আসরে বসার পরই তিনি গান রচনা ও সুরারোপ করতেন ও তাৎক্ষণিকভাবে সেটি পরিবেশন করতেন। তার প্রকাশিত একাধিক কাব্যগ্রন্থের মধ্যে বাঘের থাবা, একটি মুজিব তুমি, একুশের পাচালীসহ উল্লেখযোগ্য। তিনি শুধু কবি নয় একাত্তরের রণাঙ্গনে অস্ত্র হাতে যুদ্ধ করেছেন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। শুধু অস্ত্র নয় যুদ্ধক্ষেত্রে তিনি সাহিত্যকর্ম দিয়ে তার সহযোদ্ধাদের সাহস যুগিয়েছেন। প্রতীভাবান এই কবি লেখালেখির জন্য এ বছর গত ১৫ মার্চ সরকারিভাবে প্রয়াত আমির হামজার নামে স্বাধীনতা পুরুস্কার ঘোষণা করা হয়। কিন্তু বিভিন্ন মহলের সমালোচনার মুখে তিনদিন পরে সরকার আমির হামজার এই পদক বাতিল ঘোষণা করে।

তার সন্তানরা এটিকে একটি মহলের গভীর ষড়যন্ত্র বলে আখ্যায়িত করেছেন। একই সাথে সরকারের প্রতি তার এই পদক বহাল রাখার দাবী জানিয়েছেন। পদক ঘোষণার পরে তা বাতিল করায় বিষয়টি তাদের পরিবারের কাছে মৃত্যুর সামিল মনে হচ্ছে।

এলাকাবাসী ও প্রয়াত আমির হামজার সহযোদ্ধারা বলছেন, আমির হামজার পদক সাহিত্য স্বাধীনতা পদক পাওয়াতে তারা এলাকাবাসী হিসেবে সন্মানীত বোধ করছিলেন। এখন তা ফিরিয়ে নেওয়াতে ব্যথিত হয়েছে। কর্তৃপক্ষের উচিৎ কোনো পদক ঘোষণার আগেই ভালভাবে যাচাই বাছাই করা।

স্থানীয় বীর মুক্তিযোদ্ধা কমান্ডার বলছেন, ‘আমির হামজা মুক্তিযুদ্ধের সময় কবিতা, গান লিখে তাদের সাহস যুগিয়েছেন। স্বাধীনতার পরেও তিনি সাহিত্য কর্ম চালিয়ে গেছেন। তিনি স্বাধীনতা পদক পাওয়াতে আমরা আনন্দিত হয়েছিলাম। কিন্ত পদক থেকে নাম বাদ পড়ায় শ্রীপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধারা চরমভাবে ব্যথিত হয়েছেন।’

ভয়েসটিভি/এমএম

You may also like