Home জাতীয় ‘পদ্মা সেতুতে সড়ক ও রেলপথ একসঙ্গে উদ্বোধন হবে‘

‘পদ্মা সেতুতে সড়ক ও রেলপথ একসঙ্গে উদ্বোধন হবে‘

by Newsroom
পদ্মা সেতুতে

রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, পদ্মা সেতুতে একসঙ্গে সড়ক ও রেলপথ উদ্বোধন করা হবে। প্রকল্প সংশ্লিষ্টদের জানিয়েছি পদ্মা সেতু উদ্বোধনের শুরুটা যেন সড়ক পথের পাশাপাশি ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত রেল চলাচল করতে পারে সেদিকে লক্ষ্য রাখতে। পদ্মা সেতুতে সড়ক পথের পাশাপাশি রেলপথের কাজও দ্রুত গতিতে এগিয়ে চলছে। তাছাড়া ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত রেল লাইনের কাজ ইতোমধ্যে অনেকাংশেই হয়ে গেছে।

২ ডিসেম্বর বুধবার দুপুরে ফরিদপুরের ভাঙ্গায় অবস্থিত পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের স্লিপার ফ্যাক্টরি পরিদর্শনকালে এসব বলেন তিনি।

স্লিপার কোম্পানির বিভিন্ন স্থান পরিদর্শন করে কাজের মান দেখে সন্তোষ প্রকাশ করে মন্ত্রী জানান, ঢাকা হতে ভাঙ্গা হয়ে যশোর পর্যন্ত ১৬৮ কিলোমিটার রেল লাইনের স্লিপার এই চায়না কোম্পানি থেকেই তৈরি হবে।

সিআরইসি’র প্রকল্প পরিচালক ওয়াং কুন বলেন, স্লিপার লেইং সেটিংএ বর্তমানে স্থানীয় ২০০ কর্মী কাজ করছেন। যারা সিআরইসি’র সিনিয়র চীনা বিশেষজ্ঞদের কাছ থেকে পেশাদার প্রশিক্ষণ লাভ করেছেন। চলতি বছরের ২২ আগষ্ট থেকে ফ্যাক্টরিটি ছোট পরিসরে উৎপাদন শুরু করে। বর্তমানে ভালোভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে।

সিআরইসি’র তত্ত্বাবধানে নির্মাণাধীন বাংলাদেশের অন্যতম মেগা প্রকল্প পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ম্যানুফ্যাকচারিং কারখানা পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের পরিচালক শামসুজ্জামান, পিবিআরএলপি প্রকল্প পরিচালক ফখরুদ্দিন আহমেদ চৌধুরী, জেলা প্রশাসক অতুল সরকার, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুর রহমান খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমিন মিয়া প্রমুখ।

আরও পড়ুন : ফরিদপুরে অগ্নিকাণ্ডে ছয় দোকান ভস্ম

ভয়েস টিভি/এমএইচ

You may also like