Home জাতীয় পদ্মা সেতুর টোল নিয়ে ফেসবুকে ‘অপপ্রচার’

পদ্মা সেতুর টোল নিয়ে ফেসবুকে ‘অপপ্রচার’

by Newsroom

পদ্মা সেতুর টোল নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে অপপ্রচার চলছে বলে জানিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। ১৫ ডিসেম্বর মঙ্গলবার বিকালে মন্ত্রণালয়ের সেতু বিভাগের তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ সই করা গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখনও পদ্মা সেতুর টোল চূড়ান্ত হয়নি।  সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ  সেতুর টোল হার নিয়ে যে অপপ্রচার চলছে তা সেতু বিভাগের দৃষ্টি আকর্ষণ করেছে। টোলের হার নির্ধারণের বিষয়টি অপপ্রচার এবং গুজব।
তবে টোলের হার নির্ধারণ করার লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটির সুপারিশের ভিত্তিতে পরবর্তীতে টোল হার নির্ধারণে পদক্ষেপ নেওয়া হবে। টোলের হার নির্ধারিত হলে জনগণকে অবহিত করা হবে।

এধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে সেতু বিভাগ।

ভয়েস টিভি/ডিএইচ

You may also like