Home জাতীয় পদ্মা সেতুর ২৯তম স্প্যান বসবে আজ

পদ্মা সেতুর ২৯তম স্প্যান বসবে আজ

by Newsroom
৩৫তম স্প্যান

ভয়েজ রিপোর্ট: আজ পদ্মা সেতুর ২৯তম স্প্যান বসানো হবে। মাওয়া প্রান্তের সেতুর ১৯ ও ২০তম পিলারের ওপর বসবে স্প্যানটি। এটি মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়ার কাছে কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ভাসমান ক্রেনে করে নিয়ে যাওয়া হয়েছে ১৯ ও ২০ নং পিলারের কাছে। সকাল থেকে স্প্যানটিকে পিলারের ওপর বসানোর কাজ শুরু হয়েছে।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের বলেন, সেতুর এই স্প্যান ১৫০ মিটার দীর্ঘ। ৪১টি স্প্যানের ২৮টি পিলারের ওপর স্থাপন হয়ে গেছে। এতে সেতুর ৪.২০ কিলোমিটার এখন দৃশ্যমান হয়েছে। ২৯তম স্প্যান বসলে দৃশ্যমান হবে ৪,৩৫০ মিটার বা ৪.৩৫ কিলোমিটার।
তিনি বলেন, ২৯তম স্প্যানটি বসে গেলে বাকি থাকবে মাত্র ১২টি স্প্যান। সংশোধিত সিডিউল অনুযায়ী আগামী নভেম্বরের মধ্যে সব স্প্যান বসে যাওয়ার কথা রয়েছে।

You may also like