Home জাতীয় পররাষ্ট্রমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা ভুটানের প্রধানমন্ত্রীর

পররাষ্ট্রমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা ভুটানের প্রধানমন্ত্রীর

by Amir Shohel

করোনা ভাইরাসে আক্রান্ত পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের দ্রুত আরোগ্য কামনা করেছেন ভুটানের প্রধানমন্ত্রী ড. লোটে শেরিং।

২৭ নভেম্বর শুক্রবার পররাষ্ট্রমন্ত্রীকে লেখা এক বার্তায় ভুটানের প্রধানমন্ত্রী তার করোনায় আক্রান্ত হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। যথাযথ চিকিৎসার মাধ্যমে ড. মোমেনের দ্রত আরোগ্য লাভ করে তার গুরুদায়িত্ব পুনরায় শুরু করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন ড. লোটে।

ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ড. টান্ডি দর্জি পৃথক এক বার্তায় ড. মোমেনের দ্রুত আরোগ্য কামনা করেন।

এছাড়া ভুটানের পররাষ্ট্র সচিব বাংলাদেশের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনকে লেখা এক বার্তায় তার দ্রুত আরোগ্য কামনা করেন।

গত ২৪ নভেম্বর করোনা পজেটিভ হন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ৪৭তম সম্মেলনে যোগদানের জন্য নাইজার সফর উপলক্ষে নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে তাদের করোনা পরীক্ষা করা হলে পজিটিভ ফলাফল আসে।

ভয়েসটিভি/এএস

You may also like