Home জাতীয় দুই দিনের সফরে ঢাকায় ভারতের পররাষ্ট্রসচিব

দুই দিনের সফরে ঢাকায় ভারতের পররাষ্ট্রসচিব

by Shohag Ferdaus
আকস্মিক

ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা দুই দিনের সফরে ঢাকায় এসেছেন। ১৮ আগস্ট মঙ্গলবার একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছান তিনি।

এ বিষয়ে ঢাকায় ভারতের হাইকমিশন এক বার্তায় বলেছে, ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করতে ও দ্বিপাক্ষিক সহযোগিতা এগিয়ে নিতে দুদিনের সফরে (১৮-১৯ আগস্ট) ঢাকায় এসেছেন।

নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, গত সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলেন। ওই আলোচনায় নরেন্দ্র মোদি দুই নিকট প্রতিবেশী বাংলাদেশ ও নেপালের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রাখার ওপর জোর দেন।

সূত্রগুলো বলছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে হর্ষ বর্ধন শ্রিংলা সৌজন্য সাক্ষাৎ করবেন। এর পাশাপাশি তিনি পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন। সংক্ষিপ্ত এ সফরের সময় পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রসচিবের বৈঠক হবে।

বাংলাদেশে ভারতের সাবেক হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা এ বছরের জানুয়ারিতে সে দেশের পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব নেন।

ভয়েস টিভি/নিজস্ব প্রতিবেদক/এসএফ

You may also like