Home জাতীয় পরাজিত শক্তিরা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে : তোফায়েল

পরাজিত শক্তিরা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে : তোফায়েল

by Newsroom
পরাজিত

সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা-১ আসনের সাংসদ তোফায়েল আহমেদ বলেছেন, ৭১ এর পাকিস্তানি পরাজিত শক্তিরা আবার মাথাচারা দিয়ে উঠেছে। তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবব্ধ থাকতে হবে। বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবের ভাস্কর্য এই দেশে স্থাপিত হবে এবং থাকবেই।

১৬ ডিসেম্বর বুধবার ভোলা শহরের ভাসানী মঞ্চে জেলা আওয়ামী লীগের বিজয় দিবস সমাবেশে ভিডিও কনফারেন্সে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। ১৯৭১ সালে যারা এদেশের স্বাধীনতা অর্জনে বিরোধীতা করেছিল। তারা আজ আবার বাংলাদেশের বিরোধেীতা করছে।

ভোলা আওয়ামী লীগের প্রসঙ্গ নিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের নেতৃত্ব আজ সুদৃঢ়। সব অপশক্তির বিরুদ্ধে নেতাকর্মীদের সোচ্চার থাকতে হবে।

এতে অন্যদের মাঝে আরো বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগ সহসভাপতি দোস্ত মাহামুদ, সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকিব, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, পৌর আওয়ামী লীগ সম্পাদক আলী নেওয়াজ পলাশ প্রমুখ।

অপরদিকে ভোরে মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক ও বধ্যভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে মহান বিজয় উৎসব পালন করে জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

আরও পড়ুন : মুক্তিযুদ্ধের বিজয় গাঁথা ইতিহাস

ভয়েস টিভি/এমএইচ

You may also like