Home জাতীয় করোনামুক্ত হয়েছেন পরিকল্পনামন্ত্রী

করোনামুক্ত হয়েছেন পরিকল্পনামন্ত্রী

by Shohag Ferdaus
মান্নান

করোনাভাইরাসমুক্ত হয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ২১ অক্টোবর বুধবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন পরিকল্পনামন্ত্রীর দফতরের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. শাহেদুর রহমান।

তিনি বলেন, ‘পরিকল্পনামন্ত্রী এখন করোনামুক্ত। পর পর দুটি রিপোর্টে তার করোনা নেগেটিভ এসেছে। সর্বশেষ নেগেটিভ রিপোর্ট আজ পেয়েছি। তিনি এখনও হাসপাতালে। মন্ত্রী কবে বাসায় ফিরবেন, তা এখনও সিদ্ধান্ত হয়নি।’

করোনায় আক্রান্ত হয়ে পরিকল্পনামন্ত্রী গত ১৩ অক্টোবর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন। এখনও তিনি সিএমএইচে চিকিৎসাধীন।

ভয়েস টিভি/এসএফ

You may also like