Home জাতীয় ভার্চুয়াল মিটিংয়ে আপ্যায়ন ব্যয় কেন: পরিকল্পনামন্ত্রী

ভার্চুয়াল মিটিংয়ে আপ্যায়ন ব্যয় কেন: পরিকল্পনামন্ত্রী

by Newsroom
পরিকল্পনামন্ত্রী

ঢাকা: সম্প্রতি পরিকল্পনা মন্ত্রণালয়ের ভার্চুয়ালি মিটিংয়ে আপ্যায়ন ব্যয় ধরায় সতর্ক করে দিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, প্রকল্পের আওতায় আপ্যায়ন ব্যয় আছে, তার মানেই এই না যে অযৌক্তিকভাবে ব্যয় করা হবে। জুম মিটিং করলে আপ্যায়ন ব্যয় করা লাগবে কেন?

চলতি ২০২০-২১ অর্থবছরে সুষ্ঠু ও গুণগত মানসম্পন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন নিয়ে শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে এক সভা করেন তিনি। এরপর ভার্চুয়াল ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, প্রকল্পের আওতায় আপ্যায়ন ব্যয় আছে, তার মানেই এই নয় যে অযৌক্তিকভাবে ব্যয় করতে হবে। বাসায় বসে জুম মিটিং করলে আপ্যায়ন ব্যয় করা লাগবে কেন। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অসন্তুষ্টির কথা জানিয়ে বলে জানান তিনি।

এসময় সচিবদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রকল্পের আওতায় অযৌক্তিক ব্যয় নিয়ে প্রধানমন্ত্রী উদ্বিগ্ন। যারা প্রকল্প তৈরি করেন, তাদেরকে আগের তুলনায় অনেক বেশি সাবধান হওয়ারও আহ্বান জানান মন্ত্রী। জনগণের অর্থ নিয়ে কোন সময় ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে নয়-ছয় করতে দেয়া হবেনা বলেও হুশিয়ারী দেন তিনি।

মহামারী করোনার মধ্যে বাসায় বসে ভার্চুয়ালি অংশগ্রহণের মধ্য দিয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরীবিক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) কর্মশালা ও কারিগরি কমিটির মিটিং করেও আপ্যায়ন বাবদ খরচ ৫৭ লাখ টাকা দেখিয়েছিল। আর তা নিয়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। সে বিষয় নিয়েই কথা বলেন মন্ত্রী।

ভয়েস টিভি/ নিজস্ব প্রতিবেদক/ টিআর

You may also like