Home জাতীয় নমুনা পরীক্ষার ফি কমিয়ে পরিপত্র জারি

নমুনা পরীক্ষার ফি কমিয়ে পরিপত্র জারি

by Newsroom

ঢাকা: দেশে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার ফি কমানোর সিদ্ধান্ত নিয়ার একদিন পর সরকারি হাসপাতালে করোনা ভাইরাস শনাক্তে নমুনা পরীক্ষার ফি কমিয়ে পরিপত্র জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

বুথ থেকে করোনার নমুনা পরীক্ষার মূল্য ২০০ টাকা থেকে ১০০ টাকা করা হয়েছে। সেই সাথে বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহের ফি ৫০০ টাকা থেকে কমিয়ে ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া হাসপাতালে ভর্তি রোগীর নমুনা সংগ্রহের ফিও ২০০ টাকা থেকে কমিয়ে ১০০ টাকা করা হয়েছে।

২০ আগস্ট বৃহস্পতিবার মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে এই পরিপত্র জারি করা হয়। তাতে বলা হয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

১৯ আগস্ট সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক সভায় করোনা ফি কমানোর সিদ্ধান্ত হয় বলে জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শুরুতে বিনামূল্যে করোনা পরীক্ষা করা হলেও ২৯ জুন পরিপত্র জারি করে ফি নির্ধারণ করে দেওয়া হয়েছিল।

ভয়েস টিভি/নিজস্ব প্রতিবেদক/টিআর

You may also like