Home জাতীয় আমৃত্যু সাজাপ্রাপ্ত পলাতক যুদ্ধাপরাধী জব্বারের মৃত্যু

আমৃত্যু সাজাপ্রাপ্ত পলাতক যুদ্ধাপরাধী জব্বারের মৃত্যু

by Shohag Ferdaus

যুদ্ধাপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল জব্বার ইঞ্জিনিয়ার (৮৮) মারা গেছেন। মঙ্গলবার সকালে তিনি আমেরিকার ফ্লোরিডায় তার মেয়ের বাসায় মারা যান।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি বেশ কয়েক বছর ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে আমেরিকায় তার বড় মেয়ের বাসায় আত্মগোপনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। তার বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের খেতাচিড়া গ্রামে। তিনি জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য।

১৯৭১ সালে আব্দুল জব্বার পিরোজপুরের মঠবাড়িয়ায় শান্তি কমিটির চেয়ারম্যান হিসেবে একটি রাজাকার বাহিনী গড়ে তোলেন। তার বাহিনী স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর গণহত্যা, ধর্ষণ, লুটপাট চালিয়েছিলেন।

যুদ্ধাপরাধের দায়ে ২০১৫ সালে তাকে আমৃত্যু কারাদণ্ড দেন আদালত। ওই মামলা দায়েরের আগেই তিনি দেশ ছেড়ে আমেরিকায় পালিয়ে যান।

এরপর থেকে তিনি আমেরিকায় পলাতক ছিলেন। তার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় মঠবাড়িয়ায় ৩৬ জন মুক্তিকামী মানুষের ওপর গণহত্যা, ২০০ জনকে জোরপূর্বক ধর্মান্তরিত করা ও ৫৫৭টি বাড়িতে অগ্নিসংযোগ করাসহ পাঁচটি গুরুতর অভিযোগ রয়েছে। এছাড়া, আব্দুল জব্বারের নাম রয়েছে সেক্টর কমান্ডারস ঘোষিত ৫০ যুদ্ধাপরাধীর তালিকায়।

ভয়েস টিভি/নিজস্ব প্রতিবেদক/এসএফ

You may also like