Home ভিডিও সংবাদ ভোলায় পান চাষীদের মাথায় হাত

ভোলায় পান চাষীদের মাথায় হাত

by Newsroom
পান চাষীদের

ভোলা: ভোলায় পান চাষীদের মাথায় হাত। লাভের আশায় পান চাষ করে লোকসানের মুখে তারা। জোয়ারের পানিতে বেশীরভাগ বরজের ক্ষতি হওয়ায় দিশেহারা হয়ে পড়েছে চাষীরা।

কৃষি বিভাগ বলছে, জেয়ারের পানিতে এবার ভোলার ২ হেক্টর জমির বরজে প্রায় ২০ লাখ টাকার পান বিনষ্ট হয়েছে।

পান চাষীরা জানান, লাভের আশায় তারা এবার পান চাষ করলেও জেয়ারের পানিতে পান চারা ক্ষতিগ্রস্থ হচ্ছে। এরই মধ্যে তাদের চাষাবাদের ৪ ভাগের ৩ ভাগ পান গাছে পচন ধরেছে। এতে করে দুশ্চিন্তায় পড়েছেন পান চাষিরা।

তারা বলেন গত কয়েকদিনে বরজের প্রায় সব পান নষ্ট হয়ে গেছে। যে সামান্য কিছু পান ভালো আছে সেগুলো হাটে বিক্রির জন্য নিয়ে গেলেও তাও কোন ব্যবসায়ী কিনতে চাইছেন না। এ অবস্থায় ভোলার পান চাষীদের এক প্রকার মাথায় হাত পড়েছে।

ভয়েস টিভি/টিআর

You may also like