Home ভিডিও সংবাদ পাবনায় কমেছে বন্যার পানি; দেখা দিয়েছে পানিবাহিত রোগ

পাবনায় কমেছে বন্যার পানি; দেখা দিয়েছে পানিবাহিত রোগ

by Newsroom
পাবনায় কমেছে বন্যার পানি

পাবনা: বিপৎসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে পাবনায় পদ্মা ও যমুনা নদীর পানি। গত ২৪ ঘণ্টায় যমুনার পানি কমেছে ১৫ সেন্টিমিটার। একইভাবেই কমতে শুরু করেছে পদ্মার পানিও।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর নগরবাড়ি মথুরা পয়েন্টে পানি ১৫ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

অন্যদিকে পাকশী হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি কমতে শুরু করেছে। বর্তমানে পদ্মার পানি বিদৎসীমার ৯৬ নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে পদ্মা ও যমুনা নদীর পানি কমতে শুরু করলেও নদী ভাঙনে দিশেহারা হয়ে পড়েছে নদীপাড়ের মানুষ। দেখা দিয়েছে পানিবাহিত রোগ এবং গো খাদ্যের সঙ্কট। আর বন্যার পানিতে নিম্নাঞ্চল তলিয়ে যাওয়ায় কমপক্ষে ৫ হাজার ৪০০ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্থ হয়েছে।

সরকারি ভাবে শতাধিক মেট্টিক টন খাদ্য ত্রাণ সহায়তা দেয়া হয়েছে ক্ষতিগ্রস্ত ও দূর্গতদের মধ্যে। স্বাস্থ্য বিভাগের মেডিকেল টিম আক্রান্তদের চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করছে।

ভয়েস টিভি/ পাবনা প্রতিনিধি/ টিআর

You may also like