Home ভিডিও সংবাদ পাহাড়ি ঢলে ভেসে গেছে ৩ সহস্রাধিক পুকুরের মাছ

পাহাড়ি ঢলে ভেসে গেছে ৩ সহস্রাধিক পুকুরের মাছ

by Newsroom

সুনামগঞ্জ : ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। এতে তলিয়ে গেছে কয়েকশ গ্রাম। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে ভেসে গেছে এ জেলার ৩ হাজারেরও বেশি পুকুরের মাছ। খামারীদের দাবি অনুযায়ী এতে ক্ষতি হয়েছে অন্তত  ৩০ কোটি টাকা। করোনা মহামারির মধ্যে এমন ক্ষতিতে দিশেহারা মৎস্য খামারীরা।

ভেসে গেছে ৩ হাজার ৮১টি পুকুর ও দীঘির মাছ। মৎস্য ব্যবসায়ীদের ক্ষতি হয়েছে প্রায় ৩০ কোটি টাকা। করোনার পাশাপাশি বন্যায় এমন ক্ষতিতে দিশেহারা হাওরের মৎস্য খামারীরা। বছরের ৬ মাস ফসল এবং বাকী সময় মাছ চাষ করে এখানকার সাধারন মানুষ। কিন্তু এবার বন্যার ক্ষতি পুষিয়ে নিতে সরকারি সহায়তার দাবি জানিয়েছেন খামারীরা।

করোনার কারণে আগে থেকেই মাছ বিক্রি করতে না পারায় লোকসানের ছিলেন ব্যবসায়ীরা। এরপরই বন্যায় পুকুরের মাছ ভেসে যাওয়ায় ঋণের জালে আটকা পড়েছেন অনেকে।
সুনামগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ জানান, ‘ক্ষতিগ্রস্ত খামারিদের তালিকা বানিয়ে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। ’

সম্পাদনা : হ্যাপি/দেলোয়ার

You may also like