Home চিকিৎসা কোভিড-১৯ শনাক্তে যুক্ত হলো আরেকটি পরীক্ষাগার

কোভিড-১৯ শনাক্তে যুক্ত হলো আরেকটি পরীক্ষাগার

by Amir Shohel
আলোক হেলথ কেয়ার লিমিটেড

কোভিড-১৯ শনাক্তে দেশে নতুন আরেকটি পিসিআর পরীক্ষাগার যুক্ত হয়েছে। ১০ জুলাই শুক্রবার বেসরকারি পর্যায়ে স্থাপিত পরীক্ষাগারটি হলো রাজধানীর মিরপুরের আলোক হেলথ কেয়ার লিমিটেড।

৯ জুলাই বৃহস্পতিবার বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ সায়েন্স জেনারেল হাসপাতালের আরেকটি পরীক্ষাগার স্থাপিত হয়েছে। এ নিয়ে বর্তমানে দেশে সর্বমোট ৭৭টি পরীক্ষাগারের কার্যক্রম চালু রয়েছে। তার মধ্যে সরকারি ও সরকারি ব্যবস্থাপনায় ৪৭টি পরীক্ষাগার এবং বেসরকারি পর্যায়ে ৩০টি।

শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি আরও জানান, কোভিড-১৯ শনাক্তে গত একদিনে আরও ১৪ হাজার ৩৭৭টি নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয় ১৩ হাজার ৪৮৮টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো নয় লাখ ১৮ হাজার ২৭২টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে আরও দুই হাজার ৯৪৯ জনের মধ্যে। ফলে শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৭৮ হাজার ৪৪৩ জনে।

করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৩৭ জন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে দুই হাজার ২৭৫ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৮৬২ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ৮৬ হাজার ৪০৬ জনে।

ভয়েসটিভি/এএস

You may also like