Home জাতীয় পুরস্কার নিতে স্ত্রী-সন্তান নিয়ে লন্ডনে ডা. জাফরুল্লাহ

পুরস্কার নিতে স্ত্রী-সন্তান নিয়ে লন্ডনে ডা. জাফরুল্লাহ

by Roman Kabir

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী স্ত্রী ও ছেলেকে নিয়ে লন্ডন গেলেন। সেখানে লন্ডনভিত্তিক প্রবাসী পেশাজীবীদের একটি সংগঠনের পুরস্কার নিতে তিনি যুক্তরাজ্য সফর করেছেন বলে জানা গেছে।

শুক্রবার ২৫ মার্চ সকাল ৮টা ২০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। এদিন সন্ধ্যায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী তার স্ত্রী শিরিন হক, ছেলে বারিশ হাসান চৌধুরীকে নিয়ে আজ সকালে যুক্তরাজ্যে রওনা হয়েছেন। আগামী ২৯ মার্চ লন্ডনে তাকে ‘এনআরবি অ্যাওয়ার্ড’ দেওয়া হবে।

লন্ডনভিত্তিক প্রবাসী পেশাজীবীদের আন্তর্জাতিক সংগঠন ‘ভয়েস অব গ্লোবাল বাংলাদেশীজ’ এর পক্ষ থেকে এ পুরস্কার দেওয়া হচ্ছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুক্তরাজ্যের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব কমন্সের পূর্ব-লন্ডনের সদস্য স্টিফেন টিমস।

জাহাঙ্গীর আলম মিন্টু জানান, লন্ডন সফরকালে জাফরুল্লাহ চৌধুরী প্রবাসীদের বিভিন্ন নাগরিক সমাবেশ ও আন্তর্জাতিক হেলথ সেমিনারে অংশ নিয়ে বক্তব্য রাখবেন।

ভয়েসটিভি/আরকে

You may also like