Home অপরাধ অডিটে দুর্নীতি প্রমাণ, ডাক বিভাগের ২ কর্মকর্তাকে পুলিশে সোপর্দ

অডিটে দুর্নীতি প্রমাণ, ডাক বিভাগের ২ কর্মকর্তাকে পুলিশে সোপর্দ

by Shohag Ferdaus

চট্টগ্রামে ডাক বিভাগের দুই কর্মকর্তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। ডাক বিভাগের নিজস্ব অডিট বিভাগ এ দুই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়ায় তাদের নগরের কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।

২৭ আগস্ট বৃহস্পতিবার সকালে ডাক বিভাগের ওই দুই কর্মকর্তাকে পুলিশে সোপর্দ করা হয়। তারা হলেন- সারওয়ার আলম ও নুর মোহাম্মদ।

কোতয়ালী থানার ওসি (তদন্ত) কামরুজ্জামান বলেন, ওনাদের বিরুদ্ধে অভিযোগের বিস্তারিত আমরা এখনও পাইনি। সকালে ডাক বিভাগের নিজস্ব অডিট বিভাগ এই দুই কর্মকর্তাকে আমাদের হাতে সোপর্দ করে গেছেন। তারা মামলার প্রস্তুতি নিয়ে আসছেন বলে আমাদের জানিয়েছেন।

ভয়েস টিভি/এসএফ

You may also like