Home বিনোদন সামান্থাকে ছাড়াই পুষ্পা-২ (ভিডিও)

সামান্থাকে ছাড়াই পুষ্পা-২ (ভিডিও)

by Imtiaz Ahmed

ভারতের দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের অভিনীত পুষ্পা: দ্য রাইজ। ভারতের একাধিক রাজ্যের সিনেমাহলে টানা প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। এরইমধ্যে পেয়েছে সুপারহিটের তকমা, সঙ্গে আয় করেছে অন্তত ৩০০ কোটি রুপি।

তামিল, তেলেগু, মালয়ালাম, কন্নড়, হিন্দিসহ পাঁচটি ভাষায় মুক্তি পেয়ে ঝড় তুলেছে বক্স অফিসে। সেই সঙ্গে নেটিজেনদের নজর কেড়েছে সিনেমার গান গুলোও।

যথেষ্ট সেনসেশন ও আকর্ষণের কেন্দ্রে ছিলো গানগুলোতে। তবে আল্লু আর্জুন ও রাশ্মিকা মান্দানা অভিনীত এ সিনেমার অন্যতম আকর্ষণ ”উ বলগো” গানটি।

প্রথম বারের মতো এ সিনেমায় আইটেম গানে নেচেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ‘উঁ বলেগা’ শিরোনামের সেই গানটি পেয়েছে দর্শকপ্রিয়তা এছাড়া ভেঙ্গেছে একাধিক গানের রেকর্ড।

একই সঙ্গে এই গানে পারফর্মের জন্য সমালোচনার পাশাপাশি ব্যাপক প্রশংসাও কুঁড়িয়েছেন এ অভিনেত্রী।

সামান্থা আগে বলেছিলেন তিনি আইটেম গানটিতে কাজ করতে অনিচ্ছুক ছিলেন, কিন্তু আল্লু অর্জুন এবং পরিচালক সুকুমারের কথায় রাজি হয়ে যান।

তাঁরা নিশ্চিত ছিলেন যে এই গান সবার মাঝে আলাদা আবেদন সৃষ্টি করবে।

পুষ্পার এই আইটেম গানের জন্য সামান্থার আগে একাধিক অভিনেত্রীকে প্রস্তাব দেয়া হয়েছিল, কিন্তু তারা সবাই সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। এমনকি এ প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল দিশা পাটানিও।

আল্লু অর্জুন ও রশ্মিকা মন্দানা অভিনীত ছবির এই গানে নজর কেড়েছে সামান্থা। তাঁর নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়।

কিন্তু পুষ্পা ছবির সিকোয়েল অর্থাৎ পুষ্পা ২ নিয়ে শোনা যাচ্ছে ভিন্ন খবর।

সম্প্রতি এক সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, সামান্থার জায়গায় দেখা যাবে বলিউডের এক অভিনেত্রীকে।

পুষ্পা ২-এর আইটেম গানে দেখা যাবে দিশা পাটানিকে। যাকে প্রথমেই পুষ্পা ছবির ‘উ আন্তাভা’ গানটির জন্য প্রস্তাব দেয়া হয়েছিল।

কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দেন দিশা। কিন্তু পুষ্পার সিকোয়েলে, সামান্থার বদলে দ্বিতীয় অংশে দিশাকে আনার সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক।

ভক্তরা অধীর আগ্রহে আল্লু আর্জুনের ছবি পুষ্পা ২ এর জন্য অপেক্ষা করছেন। হিন্দি বলয়ে পুষ্পা বেশ পছন্দ হয়েছিল।

পুষ্পার হিন্দি সংস্কারণের আয় সবাইকে অবাক করে দিয়েছে। ছবিটির আয়ের এমন পরিসংখ্যান বেরিয়ে আসবে তা কেউ ভাবেনি।

পুষ্পার সাফল্যে আল্লু আর্জুন প্যান ইন্ডিয়ার হয়ে উঠেছেন। পুষ্পার তার রুক্ষ দেহাতি চেহারা এবং সোয়্যাগ বেশ পছন্দ হয়েছিল।

দিশা পাটানির কথা বলতে গেলে, তার বলিউডের অনেক ছবি পাইপলাইন রয়েছে। দিশা তার সিজলিং ডান্স মুভ দিয়ে অনেক বার ভক্তদের মন কেড়েছেন।

দিশা তার ফিটনেস এবং সংবেদনশীলতার জন্য পরিচিত। তার মিলিয়ন ডলার হাসিতে কোটি কোটি রিদয় বিশ্মিত। দিশা যদি পুষ্পা ২ এ এন্ট্রি পান তবে তার ভক্তদের জন্য কেকের উপর আইসিং হবে।

You may also like