Home জাতীয় দেশে আগামী এক মাসের পেঁয়াজ মজুদ আছে: বাণিজ্যমন্ত্রী

দেশে আগামী এক মাসের পেঁয়াজ মজুদ আছে: বাণিজ্যমন্ত্রী

by Newsroom
পেঁয়াজ মজুদ আছে

দেশে আগামী এক মাসের পেঁয়াজ মজুদ আছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ১৬ সেপ্টেম্বর বুধবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে  তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, আমাদের ৪ লাখ টন পেঁয়াজ মজুদ আছে। আর এক মাস সময় পেলেই আমরা বিকল্প বাজার থেকে আমাদের প্রয়োজনীয় পেঁয়াজ আনতে পারবো।

তিনি আরও বলেন, আমরা অলরেডি মিয়ানমার, চীন ও তুরস্কের সঙ্গে কথা বলেছি। এক মাস সময় পেলেই সেখান থেকে পেঁয়াজ আনতে পারবো। আর এক মাসের জন্য যে পরিমাণ পেঁয়াজ প্রয়োজন, সেটা আমাদের মজুদ আছে।

এদিকে, পূর্ব ঘোষণা ছাড়াই ভারত গত ১৪ সেপ্টেম্বর সোমবার  হঠাৎ করে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। এরপর ২৪ ঘণ্টা পার না হতেই দেশের বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম প্রায় ১০০ টাকা ছুঁয়ে ফেলে।

দাম আরও বাড়তে পারে- এমন আশঙ্কায় বাজারে ক্রেতারা হুমড়ি খেয়ে পড়েছেন পেঁয়াজ কিনতে। অনেকে বেশি বেশি করে কিনেছেন পেঁয়াজ। এ সুযোগ নেন অসাধু ব্যবসায়ীরা।

তবে বাণিজ্য মন্ত্রণালয় বলছে, দেশে আগামী এক মাসের পেঁয়াজ মজুদ আছে। এ সময়টুকুর অপেক্ষায় না থেকে ক্রেতারা হুমড়ি খেয়ে পড়াতেই সিন্ডিকেটে পেঁয়াজের দাম বেড়েছে।

ভয়েস টিভি/টিআর

You may also like