Home জাতীয় অবশেষে বাংলাদেশে পেঁয়াজ ঢোকার প্রক্রিয়া চলছে

অবশেষে বাংলাদেশে পেঁয়াজ ঢোকার প্রক্রিয়া চলছে

by Newsroom
ভারতের পেঁয়াজ

অবশেষে পাঁচ দিন পর ভারতীয় পেঁয়াজ ভর্তি ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশের প্রক্রিয়া চলছে। দুই দেশের বন্দর কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ-ভারত কাস্টমসের দেয়া তথ্য থেকে জানা গেছে , পণ্য প্রবেশের ছাড়পত্র নিশ্চিত করতে ১৯ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টায় হিলি স্থলবন্দরের বাংলাদেশ কাস্টমস কাজ শুরু করছে।

“অপরদিকে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় পেঁয়াজভর্তি ট্রাকগুলোর বাংলাদেশে প্রবেশের ছাড়পত্র দিতে কাজ শুরু করে বন্দরটির ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ।”  সকাল ১১টার পর ট্রাকগুলো হিলিবন্দরে প্রবেশ করতে থাকবে বলে জানায় তারা।

এর আগে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের পাঠানো এক চিঠিতে পেয়াঁজ রপ্তানির বিষয়টি নিশ্চিত করা হয়।

ওই চিঠির বরাত দিয়ে পেঁয়াজ আমাদানীকারক হারুনুর রশিদ জানান, আগের খোলা ঋণপত্রের বিপরীতে গেল ১৩ সেপ্টেম্বর রোববার পর্যন্ত টেন্ডার হওয়া পেঁয়াজই প্রবেশের অনুমতি পাবে।

কি পরিমাণ পেঁয়াজের টেন্ডার হয়েছে নিশ্চিতভাবে বলতে না পরলেও তিনি জানান, ভারতে অপেক্ষায় থাকা প্রায় ২শ’ পেঁয়াজভর্তি ট্রাক বাংলাদেশে প্রবেশ করবে।

গরমের কারণে এসব ট্রাকের পেয়াঁজ নষ্ট হচ্ছে বলে অভিযোগ রয়েছে আমাদানীকারকদের।

এদিকে সাতক্ষীরা ও বেনাপোল স্থলবন্দর দিয়েও আজ দেশে পেঁয়াজের ট্রাক ঢুকবে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ।

এর আগে ১৪ সেপ্টেম্বর সোমবার হঠাৎ ভারত সরকার পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। এতে করে বাংলাদেশের পেয়াজের বাজারে অস্থিরতা দেখা দেয়।

ভয়েস টিভি/টিআর

You may also like