Home জাতীয় সৈয়দপুরে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

সৈয়দপুরে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

by Newsroom
প্রতিষ্ঠানকে জরিমানা

নীলফামারীর সৈয়দপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাছ থেকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ২১ ডিসেম্বর সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলা শহরের শহীদ জহুরুল হক সড়কের তিনটি শিশু খাদ্যের দোকানে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বিএসটিআই’র অনুমোদন ছাড়া এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের শিশুখাদ্য সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে এরশাদ স্টোরের ১৫ হাজার, জাহিদ স্টোরের ১৫ হাজার এবং রেজওয়ান স্টোরের ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া জাহিদ স্টোর ও এরশাদ স্টোর থেকে বিভিন্ন কোম্পানির লক্ষাধিক টাকার শিশুখাদ্য জব্দ করা হয়। পরে শহরের মিস্ত্রীপাড়া বাইপাস সড়ক এলাকায় জব্দ করা সামগ্রী আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভুমি) রমিজ আলম। তিনি বলেন, মেয়াদোত্তীর্ণ ও বিএসটিআই এর অনুমোদন ছাড়া শিশুখাদ্য বিক্রি হচ্ছিলো এমন খবরের ভিত্তিতে এইসব প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় র‌্যাব নীলফামারী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মুন্না বিশ্বাস ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন উপস্থিত ছিলেন।

জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে পরিশোধ করেন দন্ডিত ব্যবসায়ীরা। অভিযানে বিএসটিআই’র অনুমোদন ছাড়া এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের শিশুখাদ্য সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে এরশাদ স্টোরের ১৫ হাজার, জাহিদ স্টোরের ১৫ হাজার এবং রেজওয়ান স্টোরের ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া জাহিদ স্টোর ও এরশাদ স্টোর থেকে বিভিন্ন কোম্পানির লক্ষাধিক টাকার শিশুখাদ্য জব্দ করা হয়। পরে শহরের মিস্ত্রীপাড়া বাইপাস সড়ক এলাকায় জব্দ করা সামগ্রী আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
ভয়েস টিভি/ডিএইচ

You may also like