Home অপরাধ দুদকের মামলায় গ্রেপ্তার দেখাতে চট্টগ্রাম কারাগারে প্রদীপ

দুদকের মামলায় গ্রেপ্তার দেখাতে চট্টগ্রাম কারাগারে প্রদীপ

by Newsroom
ওসি প্রদীপ

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো: রাশেদ হত্যা মামলায় অভিযুক্ত টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশকে কক্সবাজার থেকে চট্টগ্রামের কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। কড়া নিরাপত্তায় প্রদীপকে চট্টগ্রাম কারাগারে আনা হয়েছে।

প্রায় চার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখাতে ১২ সেপ্টেম্বর শনিবার বেলা ১২টা ৫০ মিনিটে প্রদীপকে চট্টগ্রামের কারাগারে আনা হয়।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, দুর্নীতি দমন কমিশনের একটি মামলায় সোমবার প্রদীপকে চট্টগ্রাম আদালতে হাজিরের আদেশ আছে। ওই মামলায় আদালতে হাজিরার জন্যই তাকে চট্টগ্রামে আনা হয়েছে।

এই মামলার প্রধান আসামি প্রদীপের স্ত্রী চুমকি। ওসি প্রদীপ এ মামলায় দ্বিতীয় আসামি। ঘটনার পর থেকে তার স্ত্রী পলাতক রয়েছে। তিনি যাতে দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারে ব্যবস্থা নিতে পুলিশ সদর দপ্তরে চিঠি দিয়েছে দুদক।

দুদকের আইনজীবি জানান মাহমুদুল হক মাহমুদ জানান, দুদকের দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য গত ২৭ আগস্ট মহানগর সিনিয়র স্পেশাল দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালতে আবেদন করা হয়েছে। আদালত আগামী ১৪ সেপ্টেম্বর আবেদনের ওপর শুনানির দিন ধার্য করা হয়েছে।

এ পর্যন্ত অবসরপ্রাপ্ত সিনহা নিহতের ঘটনার পর ওসি প্রদীপের বিরুদ্ধে বন্দুকযুদ্ধের নামে হত্যার অভিযোগ, সাংবাদিক নির্যাতনের দায়ে ও দুর্নীতির অভিযোগে মোট ১৩টি মামলা দায়ের করা হয়েছে।

ভয়েস টিভি/টিআর

You may also like