Home জাতীয় বিস্ফোরণ কেন ঘটলো তা নিশ্চয়ই বের হবে : প্রধানমন্ত্রী

বিস্ফোরণ কেন ঘটলো তা নিশ্চয়ই বের হবে : প্রধানমন্ত্রী

by Newsroom
প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটনা কেন ঘটলো, কীভাবে ঘটছে সেই ব্যাপারে তদন্ত হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, নিয়ম বহির্ভূতভাবে মসজিদটি নির্মাণ করা হয়েছে কিনা তাও তদন্ত করা হচ্ছে। বিস্ফোরণ কেন ঘটলো তা নিশ্চয়ই বের হবে।

৬ সেপ্টেম্বর রোববার সকালে জাতীয় সংসদে নবম অধিবেশনের শুরুতেই শোক প্রস্তাবের আলোচনায় তিনি এ কথা বলেন। এ সময় এক এগারোর কুশীলব ও বিএনপির মদদেই বিডিআর বিদ্রোহের ঘটনা ঘটেছিলো বলেও উল্লেখ করেন তিনি।

৪ সেপ্টেম্বর শুক্রবার রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় দগ্ধ অবস্থায় ৩৭ জনকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। হাসপাতাল থেকে সর্বশেষ ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ওই ঘটনায় দুঃখ প্রকাশ করে সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‌নারায়ণগঞ্জের মসজিদে যে বিস্ফোরণের ঘটনা ঘটলো এটা অত্যন্ত দুঃখজনক। ইতোমধ্যে তদন্ত কমিটি করা হয়েছে। বিস্ফোরক বিশেষজ্ঞরা সেখানে গিয়ে নমুনা সংগ্রহ করছেন। এই ঘটনাটা কেন ঘটল, কীভাবে ঘটল সে বিষয়ে তদন্ত হচ্ছে এবং আমি মনে করি, সেটা অবশ্যই বের হবে।

এদিকে করোনা পরিস্থিতির মধ্যেও সাংবিধানিক বাধ্যবাধকতায় শুরু হলো একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশন। স্বাস্থ্যবিধি মেনে প্রতিদিন ৮০ জন সংসদ সদস্যের উপস্থিতির নিয়মে রোববার বেলা ১১টায় স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় অধিবেশনের সংসদীয় কার্যক্রম।

নারায়ণগঞ্জে মসজিদ ট্র্যাজেডির বিষয়ে আলোচনার পাশাপাশি প্রথম দিনের আলোচনায় রীতি অনুযায়ী প্রয়াত সংসদ সদস্যদের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপিত হয়।

এ সময় ঢাকা-১২ আসনের প্রয়াত এমপি অ্যাডভোকেট সাহারা খাতুন, নওগাঁ-৬ আসনের ইসরাফিল আলম এবং ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর স্মরণে শোক প্রস্তাবের আলোচনা করা হয়।

ভয়েস টিভি/টিআর

You may also like