Home বিনোদন এক ছবিতেই ১৫০ কোটি টাকা নেন প্রভাস

এক ছবিতেই ১৫০ কোটি টাকা নেন প্রভাস

by Imtiaz Ahmed

কিছুদিন আগেই শোনা গিয়েছিল, বলিউডের তিন খান আমির–শাহরুখ–সালমানকেও ছাড়িয়ে গেছেন প্রভাস। ছবিপ্রতি বাহুবলীর এই নায়ক নেন নেন ১০০ কোটি রুপিরও বেশি।

এবার শোনা গেল, পারিশ্রমিক নেয়ার ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়েছেন এই দক্ষিণী অভিনেতা।

এই মুহূর্তে তার ঝুলিতে আছে হাফ ডজনের মতো ছবি। তার মধ্যে আছে ‘রাধে শ্যাম’, ‘সালার’, ‘আদিপুরুষ’, ‘প্রজেক্ট কে’ ও ‘স্পিরিট’। আর তামিলনাড়ু, অন্ধ্র প্রদেশ, কর্ণাটক, কেরালা, মুম্বাইসহ পুরো ভারতজুড়েই বাড়ছে তার ভক্ত।

বলিউড হাঙ্গামা বলছে, এই মুহূর্তে তার হাতে থাকা অনেকগুলো সিনেমার প্রযোজকই বলিউড প্রযোজক ভূষণ কুমার।

এই প্রযোজকেরই কাছের একটি সূত্রে জানা গেল নতুন করে তাঁর পারিশ্রমিক বাড়ানোর তথ্য।

এই প্রযোজকের কাছের ওই সূত্র বলছে, বলিউডের নামকরা প্রযোজকদের একজন ভূষণ কুমার।

করোনার পরে এখন বড় ক্যানভাসে ছবি করতে চান তিনি। সে কারণে শুধু বলিউড নয়, এর বাইরে থেকেও অভিনেতা নিতে আগ্রহী তিনি।

আর প্রভাস ছাড়া প্যান ইন্ডিয়ান তারকা হিসেবে আর কে এত জনপ্রিয়! তাকে নিয়ে কাজ করলে বড় বাজেট নিয়েও ভাবনা নেই।

ভূষণ কুমারের সঙ্গে এই মুহূর্তে ‘রাধে শ্যাম’, ‘আদিপুরুষ’ ও ‘স্পিরিট’ ছবিতে কাজ করছেন প্রভাস। তাই স্বাভাবিকভাবেই তাদের গুনতে হচ্ছে মোটা অঙ্কের টাকা।

সূত্রটি বলছে, এই অভিনেতা সন্দ্বীপ রেড্ডি ভাঙ্গার ছবি ‘স্পিরিট’–এর জন্য ১৫০ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন। এর মধ্য দিয়ে ভারতের সবচেয়ে পারিশ্রমিক নেওয়া অভিনেতা হিসেবে নাম লেখালেন তিনি।

শুধু তাই নয়, ‘আদিপুরুষ’ ছবির জন্যও ১৫০ কোটি রুপি নিয়েছেন তিনি।

তিনি তৃতীয় অভিনেতা, যিনি গত ১০ বছরে ছবিপ্রতি ১০০ কোটি রুপির ওপরে পারিশ্রমিক নিয়েছেন। তিনি ছাড়া সালমান খান ‘সুলতান’ ও ‘টাইগার জিন্দা হ্যায়’ এবং অক্ষয় কুমার ‘বেল বটম’ ছবির জন্য ১০০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন।

প্রভাসের পুরো নাম উপ্পলপতি ভেঙ্কট সূর্যনারায়ণ প্রভাস রাজু। ১৯৭৯ সালের ২৩ অক্টোবর তার জন্ম। মূলত তেলুগু সিনেমার অভিনেতা তিনি।

২০০২ সালের তেলেগু অ্যাকশন ড্রামা ‘ঈশ্বর’ সিনেমার মধ্য দিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হয় তার। ‘মিরচি’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেতা হিসেবে সম্মানজনক নন্দী অ্যাওয়ার্ড লাভ করেন।

তিনিই প্রথম দক্ষিণ ভারতীয় অভিনেতা যার মোমের মূর্তি স্থান পেয়েছে মাদাম তুসোর জাদুঘরে।

ভয়েস টিভি/আইএ

You may also like