Home জাতীয় ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ চলচ্চিত্রের প্রিমিয়ার শো উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী

‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ চলচ্চিত্রের প্রিমিয়ার শো উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী

by Newsroom
প্রিমিয়ার শো

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব থেকে তারুণ্যের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’। ছবিটি আগামী ২ এপ্রিল সারাদেশে মুক্তি পাচ্ছে। ৩০ মার্চ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চলচ্চিত্রটির প্রিমিয়ার শো-এর উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

উদ্বোধনকালে তিনি বলেন, বঙ্গবন্ধুর এক একটি দিন নিয়ে এক একটি সিনেমা হতে পারে। তার পুরো জীবন ছিলো বাঙালি জাতির কল্যাণে। তাঁর শৈশব-কৈশোর নিয়ে শাপলা মিডিয়া যে চলচ্চিত্র নির্মাণ করেছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। আশা করি শাপলা মিডিয়া এ ধরনের চলচ্চিত্র আরও নির্মাণ করবে।

এসময় চলচ্চিত্রটির পরিচালক ও শাপলা মিডিয়ার কর্ণধার মোঃ সেলিম খান উপস্থিত ছিলেন।

এসময় উপস্থিত ছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান, চিত্রনায়ক সায়মন সাদিক, কায়েস আরজু, চিত্রনায়িকা মাহিয়া মাহি, সাবরিনা সুলতানা কেয়া প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক শাহীন সুমন, জাকির হোসেন রাজু, মির্জা সাখাওয়াত হোসেন, লিটন, জসিম উদ্দিন জাকির, ডিএইচ বাদল প্রমুখ। এছাড়াও চলচ্চিত্র অঙ্গনের অনেক প্রযোজক, পরিচালক ও শিল্পীরা চলচ্চিত্রটির প্রিমিয়ার শো-এ উপস্থিত ছিলেন।

এর আগে ইতিহাসভিত্তিক এ চলচ্চিত্রটির ট্রেইলার শাপলা মিডিয়া, ভয়েস টিভি ও সিনেবাজ অ্যাপসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে সবার জন্যে উন্মুক্ত লাইসেন্সে প্রকাশ করা হলে ব্যাপক সাড়া জাগে।

চলচ্চিত্রটির পরিচালক ও শাপলা মিডিয়ার কর্ণধার মোঃ সেলিম খান জানিয়েছেন, আমরা এরইমধ্যে ৫২টি সিনেমা হল বুকিং সম্পন্ন করেছি। কমপক্ষে ১০০ হলে ছবিটি মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে। যেহেতু বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ চলছে তাই এ চেষ্টা। আমরা হল মালিকদের সঙ্গে কথা বলছি।

চলচ্চিত্রটি সম্পর্কে তিনি জানান, বঙ্গবন্ধু সার্বজনীন। এই মহান নেতার জীবনটাই বর্ণাঢ্য ইতিহাস আর গৌরবের নানা অধ্যায়ে পরিপূর্ণ। বঙ্গবন্ধুর শৈশব-কৈশোরও সবার জন্য অনুকরণীয় আদর্শ। তাই আমরা নির্মাণ করেছি ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’।

আরও পড়ুন : ট্রেইলারে ব্যাপক সাড়া : ১০০ সিনেমা হলে মুক্তির টার্গেট

স্টোরি স্প্ল্যাশ প্রোডাকশনের ব্যানারে নির্মিত চলচ্চিত্রটির প্রযোজক পিংকি খান জানান, এ চলচ্চিত্রের মাধ্যমে নতুন প্রজন্ম জানতে পারবে ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধুর শৈশব ও কৈশোর জীবনের কথা।

ইতিহাসভিত্তিক চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন শামীম আহমদে রনি। চলচ্চিত্রটি পরিবেশনায় রয়েছে শাপলা মিডিয়া। ডিজিটাল ফরমেটে তৈরি এ সিনেমার ব্যাপ্তিকাল ২ ঘণ্টা ১২ সেকেন্ড।

‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ চলচ্চিত্রে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন শান্ত খান। বঙ্গবন্ধুর স্ত্রী রেনুর চরিত্রে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি। ছবিটি সেন্সর বোর্ডে কয়েক দফা প্রদর্শনের পর মুক্তির অনুমতি পেয়েছে।

ভয়েস টিভি/এসএফ/ডি

You may also like