Home ভিডিও সংবাদ জোয়ারে প্লাবিত ভোলার নিচু এলাকা, ঝুঁকিতে শহর রক্ষা বাঁধ

জোয়ারে প্লাবিত ভোলার নিচু এলাকা, ঝুঁকিতে শহর রক্ষা বাঁধ

by Newsroom
জোয়ারে প্লাবিত

ভোলা: ভোলায় নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় তলিয়ে গেছে নিচু এলাকা। জোয়ারে নিচু এলাকা প্লাবিত হওয়ায়  পানিবন্দি হয়ে পড়েছে এসব এলাকার কয়েক হাজার মানুষ। এদিকে, নদীর পানি বাড়তে থাকায় ইলিশা,  রাজাপুর ও ধনিয়া ইউনিয়নের বেশ কয়েকটি পয়েন্টে ঝুঁকির মুখে রয়েছে শহর রক্ষা বাঁধ।

তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, ঝুঁকিপূর্ণ এলাকা রক্ষায় তাৎক্ষনিক ব্যবস্থা নেয়ার প্রস্তুতি রয়েছে।

গত কয়েকদিন ধরে উজান থেকে নেমে আসা ঢল ও জোয়ারের প্রভাবে ভোলায় মেঘনার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার পানিতে প্লাবিত হচ্ছে নিচু এলাকা।
নদীর পানি বাড়তে থাকায় ঝুঁকির মধ্যে রয়েছে সদর উপজেলার ইলিশা, তুলাতলী ও নাছির মাঝি পয়েন্টের শহর রক্ষা বাঁধ। আতঙ্কে দিন কাটাচ্ছে স্থানীয়রা।

এদিকে জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানায়, বুধবার মেঘনার পানি ১১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। যা গত কয়েক বছরের মধ্যে রেকর্ড।
আর জোয়ারে পানিতে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন ভোলা-২ ও ৩ আসনের সংসদ সদস্য।

<iframe width=”1349″ height=”480″ src=”https://www.youtube.com/embed/O54I38TgtL8″ frameborder=”0″ allow=”accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture” allowfullscreen></iframe>

ভয়েস টিভি/ ভোলা প্রতিনিধি/ টিআর

You may also like