Home জাতীয় স্ত্রী-কন্যা হত্যার দায়ে আসামির ফাঁসি কার্যকর

স্ত্রী-কন্যা হত্যার দায়ে আসামির ফাঁসি কার্যকর

by Shohag Ferdaus
কাশিমপুর

দুই বছরের মেয়ে ও অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে দণ্ডিত লক্ষ্মীপুরের এক আসামির ফাঁসি কার্যকর করা হয়েছে। ১ নভেম্বর রোববার রাত ১১টা ৫৫ মিনিটে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ আব্দুল গফুর নামের ওই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার আবু সায়েম ফাঁসি কার্যকরের বিষয়টি নিশ্চিত করেছেন।

আব্দুল গফুর (৪৭) নামের ওই ব্যক্তি লক্ষ্মীপু‌রের রামগ‌তি থানার দক্ষিণ চরলরেঞ্জ এলাকার মৃত শামসুল হকের ছেলে। পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ও দুই বছর বয়সী শিশুকন্যাকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দি ছিলেন তিনি।

ফাঁসি কার্যকরের সময় গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল কালাম আজাদ ও সিভিল সার্জন ডা. মোহাম্মদ খায়রুজ্জামান উপস্থিত ছিলেন।

পারিবারিক কলহের জের ধরে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ও দুই বছর বয়সী শিশুকন্যা হত্যার ঘটনায় ২০০৬ সালের ৮ অক্টোবর আব্দুল গফুরের বিরুদ্ধে লক্ষ্মীপুরের রামগতি থানায় মামলা হয়। মামলায় ২০০৮ সালের ২৮ এপ্রিল লক্ষ্মীপুরের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারে তাকে মৃত্যুদণ্ডাদেশ দেয়। পরে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়ে আবেদন করলেও তা খারিজ করে দেন তিনি।

দীর্ঘ আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আদালতের নির্দেশে গতরাতে রায় কার্যকর করে কাশিমপুর কারা কর্তৃপক্ষ। পরে গফুরের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভয়েস টিভি/এসএফ

You may also like