Home জাতীয় দেশে আসবে আরও দেড় কোটি ফাইজারের টিকা

দেশে আসবে আরও দেড় কোটি ফাইজারের টিকা

by Newsroom

কোভ্যাক্সের মাধ্যমে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে আরও ১ কোটি ৪০ লাখ ফাইজারের টিকা দেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

বৃহস্পতিবার তিনি এ কথা জানান। বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন সঞ্চালিত কভিড -১৯ বিষয়ক একটি ভার্চুয়াল বৈঠকে যোগ দেওয়ার পর এটি জানিয়েছেন তিনি।

ওই বৈঠকে ২৬টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেন।

এক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভালো খবর হলো মার্কিন প্রশাসন বাংলাদেশের জন্য কোভ্যাক্সের আওতায় আরও ১৪ মিলিয়ন ফাইজার ভ্যাকসিন দেওয়ার ঘোষণা করেছে।’

You may also like