Home জাতীয় ‘জেরুজালেম রাজধানীসহ অবশ্যই ফিলিস্তিন রাষ্ট্র হতে হবে’

‘জেরুজালেম রাজধানীসহ অবশ্যই ফিলিস্তিন রাষ্ট্র হতে হবে’

by Shohag Ferdaus
হাসিনা

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেছেন, ‘আমরা চাই, ফিলিস্তিনের জনগণ তাদের ভূমির অধিকার ফিরে পাক। আমরা দ্বি-রাষ্ট্রিক সমাধানে বিশ্বাসী। ইসরায়েল রাষ্ট্রের পাশাপাশি জেরুজালেম রাজধানীসহ অবশ্যই ফিলিস্তিন রাষ্ট্র হতে হবে। আর এটাই আমাদের মূল ও নীতিগত অবস্থান।’

সম্প্রতি তুরস্ক সফরের সময় দেশটির সংবাদমাধ্যম আনাদুলো এজেন্সিকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।

ইহুদি রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের চুক্তি কীভাবে দেখছে বাংলাদেশ, এ প্রশ্নেরও উত্তর দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

তিনি তুরস্কের সংবাদমাধ্যমটিকে জানান- বাংলাদেশ বিশ্বাস করে স্বাধীন দুটি রাষ্ট্র তৈরির মাধ্যমেই কেবল ফিলিস্তিন ও ইসরায়েল সমস্যার সমাধান ও মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা সম্ভব।

এ. কে. আব্দুল মোমেন বলেন, ‘সম্প্রতি যা ঘটছে- তাতে রাজনীতিতে অনেক পরিবর্তন দেখা যাচ্ছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে। আশা করি, এসব কিছু দুটি রাষ্ট্র গঠনের পথ সুগম করবে। তারা যদি দুটি রাষ্ট্র গঠনের মাধ্যমে সমাধান করতে পারে, তাহলে সেটা ভালো হবে।’

তিনি আনাদুলো এজেন্সিকে বলেন, ‘আমরা বিষয়টা পর্যবেক্ষণ করছি। তবে আমাদের উদ্দেশ্য হবে দুটি রাষ্ট্র গঠনের মাধ্যমে সমাধান। সুরক্ষা, নিরাপত্তা ও শান্তিসহ টেকসই দ্বি-রাষ্ট্রীয় সমাধান। আমাদের বিশ্বাস, দ্বি-রাষ্ট্রীয় সমাধান ছাড়া মধ্যপ্রাচ্য ও বিশ্বে টেকসই শান্তি প্রতিষ্ঠা হতে পারে না।’

ভয়েস টিভি/এসএফ

You may also like