Home জাতীয় পদ্মায় পানি বৃদ্ধি : তীব্র স্রোতে ফেরি চলাচল ব্যাহত

পদ্মায় পানি বৃদ্ধি : তীব্র স্রোতে ফেরি চলাচল ব্যাহত

by Newsroom

পদ্মা নদীতে পানি বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সৃষ্টি হয়েছে তীব্র স্রোত। এতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। ফেরিসহ নৌযান পারাপারে সময় লাগছে আগের তুলনায় দ্বিগুন। আর এতে করে নদীর পাড়ে অপেক্ষার লাইনে আটকা পড়েছে প্রায় দেড় শতাধিক পণ্যবাহী ট্রাক।

২ জুলাই বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দৌলতদিয়া ঘাট বিআইডব্লিউটিসি সূত্রে বিষয়টি জানা গেছে।

এ ব্যাপারে জানতে চাইলে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সহকারী ব্যবস্থাপক মো. মাহবুব হোসেন জানান, নদীতে পানি বেড়ে যাওয়ায় বৃদ্ধি পেয়েছে তীব্র স্রোত। ফলে স্বাভাবিক সময়ের তুলনায় ফেরিগুলোকে নদী পার হতে দ্বিগুন সময় লাগছে। নদী পারের অপেক্ষার লাইনে শতাধিক ট্রাক আটকে রয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট বড় ১৪টি ফেরি চলাচল করছে এবং দৌলতদিয়া প্রান্তে ৪টি ঘাট সচল রয়েছে। পানি বেড়ে যাওয়ায় প্রতিটি ঘাট এখন হাই ওয়াটার লেভেলে ওঠানো হয়েছে।

সম্পাদনা : আমির সোহেল

You may also like