Home জাতীয় ফেসবুকে নিষিদ্ধ তসলিমা নাসরিন!

ফেসবুকে নিষিদ্ধ তসলিমা নাসরিন!

by Shohag Ferdaus

নির্যাতনের শিকার বাংলাদেশি হিন্দুদের পক্ষে প্রতিবাদের কারণেই ফেসবুক থেকে সাতদিনের জন্য নিষিদ্ধ করা হয়েছে তাকে, এমনই অভিযোগ করলেন বাংলাদেশি লেখক তসলিমা নাসরিন।

তার অভিযোগ, সত্যি কথা বলার জন্যই তাকে নিষিদ্ধ করা হয়েছে এই সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে। এই নিয়ে তিনি টুইট করে নিজের ক্ষোভ প্রকাশ করেন।

এদিন একটি টুইট করে তসলিমা নাসরিন লিখেছেন, সত্যি বলার অপরাধে ফেসবুক আমাকে আবারও ৭ দিনের জন্য নিষিদ্ধ করেছে।

পরে অপর একটি টুইটে তিনি লেখেন, ফেসবুক আমাকে নিষিদ্ধ করেছে এটা লেখার জন্য – ইসলামপন্থী উগ্রবাদীরা বাংলাদেশি হিন্দুদের ঘরবাড়ি ও মন্দির ধ্বংস করেছে এই বিশ্বাস করে যে হিন্দুরা হনুমানের পায়ের ওপর কোরআন রেখেছে। কিন্তু যখন জানা গেল ইকবাল হোসেন সেটা করেছেন, হিন্দুরা নয়, ইসলামপন্থীরা চুপ হয়ে গেছে। তারা ইকবালের বিরুদ্ধে কিছু বলেনি বা কিছু করেনি।

বাংলাদেশে সাম্প্রদায়িক হামলায় ঘটনায় প্রথম থেকেই সরব ছিলেন তসলিমা। বাংলাদেশকে ‘জিহাদিস্তান’ বলেও কটাক্ষ করেছিলেন তিনি। একই সঙ্গে এই ইস্যুতে নীরব থাকায় সমালোচনা করেছইলেন ভারতীয় ধর্মনিরপেক্ষ সম্প্রদায়ের। এ ঘটনায় তিনি তোপ দেগেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধেও।

ভয়েস টিভি/এসএফ

You may also like