Home ভিডিও সংবাদ গাজীপুরে তুরাগ, বংশী ও ঘাটাখালী নদ-নদীর পানি বৃদ্ধি

গাজীপুরে তুরাগ, বংশী ও ঘাটাখালী নদ-নদীর পানি বৃদ্ধি

by Newsroom
বংশী ও ঘাটাখালী

গাজীপুরে তুরাগ, বংশী ও খাটাখালী নদীর পানি আবার বৃদ্ধি পাচ্ছে।  এতে কালিয়াকৈর উপজলোর বন্যা কবলতি এলাকার লোকজন আতঙ্কে রয়েছেন  ।

এখানকার সুত্রাপুর, শ্রীফলতলী ও ঢালজোড়া ইউনিয়নের  অধিকাংশ  গ্রামের লোকজন এখনো বন্যায় পানিবন্দি রয়েছেন । বংশী ও ঘাটাখালী নদীর পানি বৃদ্ধিতে সৃষ্টি হয়ছেে জলাবদ্ধতা। আর আতে  তলিয়ে রয়েছে  গ্রামাঞ্চলের  রাস্তাঘাট । দুর্ভোগে রয়েছেন বন্যা প্লাবিত এলাকার মানুষ ।

গত কয়েকদিন নদ-নদীর কমলেও হঠাৎ পানি স্থিতিশীল ও বৃষ্টি অব্যাহত থাকায় নতুন করে আবার বন্যার আশঙ্কা করছেন ক্ষতিগ্রস্তরা। বন্যার পানিতে এখনো ডুবে রয়েছে গ্রাম অঞ্চলের পাকা ও কাঁচা রাস্তা। এতে চরম দুর্ভোগে রয়েছে বানভাসী ১৮ হাজার ৫০৬ টি পরিবার।

কালিয়াকৈর উপজেলায় বন্যা কবলিত ১৮২ টি গ্রামের ৯৯৫টি প্রাথমিক শিক্ষা পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত এসব শিক্ষা পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে বলে জানিয়েছেন কালিয়াকৈর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম।

ভয়েস টিভি/ডিএইচ

You may also like