Home জাতীয় শেষ হচ্ছে অপেক্ষা, বইমেলা শুরু আজ

শেষ হচ্ছে অপেক্ষা, বইমেলা শুরু আজ

by Shohag Ferdaus
আজ

বৈশ্বিক মহামারির কারণে এবার ‘অমর একুশে বই মেলা’র ৩৭ তম আসর ফেব্রুয়ারির পরিবর্তে মার্চ মাসে শুরু হচ্ছে। আজ ১৮ মার্চ শুরু হয়ে বই মেলা চলবে ১৪ই এপ্রিল পর্যন্ত। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এবারের বই মেলা উৎসর্গিত হচ্ছে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে। এবারের বই মেলার মূল থিম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী।

প্রস্তুতি পর্ব সম্পন্ন করেছে বাংলা একাডেমি। বেলা তিনটায় গণভবন থেকে ভার্চ্যুয়ালি অমর একুশে বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলা একাডেমির বর্ধমান হাউসের দক্ষিণের মাঠে আগের মতো এবারেও উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ করা হয়েছে। আজ উদ্বোধনী অনুষ্ঠানসহ মাসব্যাপী অনুষ্ঠানমালার কার্যক্রমও এখানে চলবে। আজ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালি মেলার উদ্বোধনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা আমার দেখা নয়াচীন বইটির ইংরেজি অনুবাদ নিউ চায়না-১৯৫২–এর মোড়ক উন্মোচন করবেন। বাংলা একাডেমি বইটি প্রকাশ করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে মেলামঞ্চে বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, শুভেচ্ছা বক্তব্য দেবেন সংস্কৃতিসচিব মো. বদরুল আরেফীন, স্বাগত বক্তব্য দেবেন একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী এবং সভাপতিত্ব করবেন একাডেমির সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খান।

ভয়েস টিভি/এসএফ

You may also like