Home জাতীয় এবার কী হবে বইমেলা?

এবার কী হবে বইমেলা?

by Mesbah Mukul

অমর একুশে গ্রন্থমেলা ১ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা থাকলেও ইতোমধ্যে স্টল বরাদ্দসহ বেশকিছু কাজের প্রস্তুতি শুরু করেছে বাংলা একাডেমি। কিন্তু জানুয়ারি থেকে ওমিক্রন ছড়িয়ে পড়ায় বিশ্বব্যাপী জারি হয়েছে নতুন বিধিনিষেধ। বাংলাদেশেও সংক্রমণ প্রতিদিনই বাড়ছে। এই অবস্থায় মেলার জনসমাগম কীভাবে সামলানো হবে বা আদৌ মেলা করা সম্ভব হবে কিনা সে নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। প্রকাশক, লেখক, পাঠক সকলের মনে প্রশ্ন দেখা দিয়েছে- বইমেলা কি হবে না? আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি বলছে, এখন পর্যন্ত প্রস্তুতি চলছে। তবে সরকারের স্বাস্থ্যবিধি যেভাবে সিদ্ধান্ত দেয় সে অনুযায়ী সিদ্ধান্ত নিবেন তারা বলেও উল্লেখ করেন। আর এ পরিস্থিতিতে এখনও কোনও সিদ্ধান্ত না হওয়ায় প্রকাশকদের পক্ষ থেকে একটু ‘রয়েসয়ে’ নীতি মেনে প্রস্তুতি চলছে।

এবারের মেলার মূল প্রতিপাদ্য ‘বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’। করোনার কারণে ২০২১ সালে বইমেলার সীমিত আয়োজনের মধ্যে মেলা জমে না ওঠায় প্রকাশকরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হন। অনেক প্রকাশক তাদের কাজ স্থগিত রাখতে বাধ্য হয়েছেন গত দুই বছর। এবছরও ওমিক্রনের বিস্তার বেড়ে গেলে নতুন করে ক্ষতির মুখোমুখি হতে হয় কিনা সেই শঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না প্রকাশকরা।

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। এ অবস্থায় কমিটির পক্ষ থেকে সব ধরনের সমাবেশ বন্ধের সুপারিশ করা হয়েছে। শুক্রবার ৭ জানুয়ারি কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কোভিড পরিস্থিতিতে যেকোনও সময় যেকোনও অপ্রীতিকর সিদ্ধান্তের মুখোমুখি হতে হবে এটা ধরে নিয়েই প্রকাশকরা নিজেদের মতো করে পরিকল্পনা করে টিকে থাকার চেষ্টা করছে, জানিয়েছেন জ্ঞান ও সৃজনশীল প্রকাশনা সমিতির পরিচালক (অর্থ) মো. তোফাজ্জল হোসেন। তিনি বলেন, ‘গত দুই বছরে প্রকাশকদের অবস্থা খারাপ হয়েছে। ফলে প্রস্তুতির সময় একটু রয়েসয়ে হিসাব-নিকাশ করে এগোলে ক্ষতি কম হবে। আবার মেলায় অংশ নিলে যেটুকু বিনিয়োগ করার সেটি না করেও উপায় থাকে না। সব মিলিয়ে একটু দ্বিধান্বিত থাকতে হচ্ছে বৈকি।

বইমেলা কী এবার হবে এমন প্রশ্নের জবাবে বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ও বাংলা একাডেমির পরিচালক জালাল আহমেদ বলেন, ‘মেলা হবে না— এখনও এমন কোনও সিদ্ধান্ত আমরা দেইনি। ১ ফেব্রুয়ারি উদ্বোধন হবে সেই প্রস্তুতি নিয়েই এগোচ্ছি। স্বাস্থ্যবিধি নিয়ে সরকারের যে সিদ্ধান্ত আসবে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এখন পর্যন্ত আমরা আশা করছি বইমেলা হবে।

ভয়েসটিভি/এমএম

You may also like