Home জাতীয় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে আইনজীবীদের মানববন্ধন

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে আইনজীবীদের মানববন্ধন

by Amir Shohel

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর ও ভাস্কর্য স্থাপনে মৌলবাদীদের বাঁধা প্রদানের প্রতিবাদে মানববন্ধন করেছেন আইনজীবীরা।

৯ ডিসেম্বর বুধবার দুপুরে সুপ্রিম কোর্টের প্রধান ফটকে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের উদ্যোগে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি, এবং সম্পাদকসহ অনেক আইনজীবী অংশ নেন।

এতে আইনজীবীরা বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশরই জন্ম হতো না। স্বাধীনতাবিরোধী চক্র আজ সেই জাতির জনকের ভাস্কর্য ভাঙচুর করেছে। এসব মৌলবাদী জঙ্গিদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।

ভয়েসটিভি/এএস

You may also like