Home জাতীয় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার সঙ্গে জড়িতদের হদিস মিলেছে : অতিরিক্ত ডিআইজি

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার সঙ্গে জড়িতদের হদিস মিলেছে : অতিরিক্ত ডিআইজি

by Newsroom
বঙ্গবন্ধুর

খুলনা রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি এ কে এম নাহিদুল ইসলাম বলেন,  কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার ঘটনায় যারা জড়িত তাদের হদিস পাওয়া গেছে। তাদেরকে অচিরেই আইনের আওতায় আনা হবে।

৫ ডিসেম্বর শনিবার রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাঙা ভাস্কর্য পরিদর্শন করার সময় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য যারা ভেঙেছে তারাই এই গুলির ঘটনা ঘটিয়েছে। বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত দিয়ে দুর্বৃত্তরা আমাদের প্রাণে আঘাত করেছে। এদের কাউকেই ছাড় দেয়া হবে না। আইনি প্রক্রিয়ায় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাতসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে ভাস্কর্যস্থলে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে কালো এবং জাতীয় পতাকা টাঙিয়ে দিয়ে যায় দুর্বৃত্তরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত সাড়ে ৭টার দিকে পৌরসভার রাস্তা দিয়ে একটি ছাই রঙের মাইক্রোবাস এসে পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর ভাঙচুর করা ভাস্কর্যস্থলে থামে। এরপর গাড়ি থেকে ‘কমান্ডো স্টাইলে’ অস্ত্র হাতে কয়েকজন দুর্বৃত্ত নেমে সেখানে কালো এবং জাতীয় পতাকা টাঙিয়ে দিয়ে পর পর দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে দ্রুত গাড়িতে উঠে ঘটনাস্থল ত্যাগ করে।

এ ঘটনায় আতঙ্কে স্থানীয়রা ছোটাছুটি শুরু করেন। এ সময় বঙ্গবন্ধুর ভাস্কর্যের কাছেই রাস্তার ধারে পুলিশের একটি দল উপস্থিত ছিল।

সেখানে উপস্থিত পুলিশ লাইনসের উপপরিদর্শক (এসআই) মকছেদুর রহমান বলেন, বিকেল ৩টা থেকে তিনি ভাস্কর্যের সামনে পেশাগত দায়িত্বে ছিলেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সেখানে একটি নোহা গাড়ি আসে। ওই গাড়ির ভেতর থেকে ফাঁকা গুলি ছোড়া হয়। গাড়িটিতে কোনো নম্বর প্লেট ছিল না। সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়।

৪ ডিসেম্বর শুক্রবার গভীর রাতে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে পৌরসভার উদ্যোগে প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যের হাত ও মুখ ভাঙচুর করে দুর্বৃত্তরা।

আরও পড়ুন : সকল সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : ডিআইজি

ভয়েস টিভি/এমএইচ

You may also like