Home জাতীয় বঙ্গবন্ধু সেতুতে গাড়ি দুর্ঘটনা, দীর্ঘ যানজট

বঙ্গবন্ধু সেতুতে গাড়ি দুর্ঘটনা, দীর্ঘ যানজট

by Imtiaz Ahmed

বঙ্গবন্ধু সেতুতে লাশবাহী গাড়ির সঙ্গে বাসের সংঘর্ষে হতাহতের খবর পাওয়া গেছে। এতে সেতুসহ ১৩ কি‌লো‌মিটার এলাকাজু‌ড়ে যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে।

১৪ জানুয়া‌রি শুক্রবার  সকাল সা‌ড়ে ৬টার দি‌কে বঙ্গবন্ধু সেতুর ২৬ নং পিলা‌রের কা‌ছে এ দুর্ঘটনা ঘ‌টে। মহাসড়‌কে দীর্ঘ যানজ‌টের ফ‌লে ঢাকাগামী প‌রিবহনগু‌লো বিকল্প হি‌সে‌বে বঙ্গবন্ধু সেতুর পূর্ব থেকে ভূঞাপুর-টাঙ্গাইল আঞ্চ‌লিক সড়ক দি‌য়ে চলাচল কর‌ছে।

সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, ভোররাত থে‌কেই প‌শ্চিমপা‌ড়ের সিরাজগ‌ঞ্জ অং‌শে প‌রিবহ‌নের চাপ ‌ছিল। এ‌তে যানবাহন ধীরগ‌তি‌তে চলাচল ক‌রছিল। এছাড়া সকা‌লের দি‌কে সেতুর ২৬ নং পিলা‌রের কা‌ছে ঢাকাগামী লাশবা‌হী অ্যাম্বু‌লেন্স‌কে ‌পেছন থে‌কে অজ্ঞাত আ‌রেক‌টি প‌রিবহন ধাক্কা দি‌লে চালক আহত হয়।

এ‌তে ঢাকাগামী লে‌নে যানবাহন চলাচল বন্ধ হ‌য়ে যায়। এ সময় সেতু‌তে টোল আদায় বন্ধ ছিল। দুর্ঘটনায় ক্ষ‌তিগ্রস্ত প‌রিবহন‌টি স‌রি‌য়ে নেওয়ার পর যানবাহন চলাচল শুরু হয়। এতে সেতুর দুই পা‌শের মহাসড়‌কে যানজ‌টের সৃ‌ষ্টি হয়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপ‌রিদর্শক (এসআই) শ‌রিফুল ইসলাম জানিয়েছেন, সকা‌লের দি‌কে সেতুর ওপর দুর্ঘটনার ফ‌লে মহাসড়‌কের দুই পা‌শে যানজটের সৃ‌ষ্টি হয়। এছাড়া যানজ‌টের ফ‌লে মালবাহী ট্রাকচালকরা গা‌ড়ি বন্ধ ক‌রে ঘু‌মি‌য়ে প‌ড়ে। এ‌তেও যানজটের সৃ‌ষ্টি হয়। খবর পে‌য়ে সেতুর ওপর দুর্ঘটনায় ক্ষ‌তিগ্রস্ত লাশবাহী গা‌ড়ি‌টি স‌রি‌য়ে নেওয়ার পর যানবাহন চলাচল শুরু হয়। ত‌বে মহাসড়‌কে গা‌ড়ির চাপ র‌য়ে‌ছে।

ভয়েসটিভি/আরকে

You may also like