Home জাতীয় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা আজ

ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা আজ

by Mesbah Mukul

২৪ ঘণ্টার মধ্যে দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে সোমবার ২৮ মার্চ এসব তথ্য জানানো হয়েছে।

রাজধানীতেও আজ এবং পরশু বুধবার সামান্য বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, পাবনা ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়াবিদ মো. আবদুল হামিদ মিয়া বলেন,‘ তাপমাত্রা গতকালের তুলনায় একটু কম থাকবে। সারা দেশের তাপমাত্রাই একটু কম থাকবে।’

আবদুল হামিদ মিয়া আরও বলেন, আগামী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে বৃষ্টির সম্ভাবনা বেশি। রাজধানীতে সামান্য পরিমাণে বৃষ্টি হতে পারে দু-এক জায়গায়। তবে গতকাল রাতের পর তাপমাত্রা আবার কমেছে। এটি বেড়ে গেলে আগামী বুধবার সন্ধ্যার দিকে আবার বৃষ্টির সম্ভাবনা আছে।

রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ২০ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশে সবচেয়ে বেশি ৯ মিলিমিটার বৃষ্টি হয় রাজধানীতে।

ভয়েসটিভি/এমএম

You may also like