Home ভিডিও সংবাদ শেরপুরের বেশিরভাগ বনাঞ্চলের জমি বেদখলে

শেরপুরের বেশিরভাগ বনাঞ্চলের জমি বেদখলে

by Newsroom
বনাঞ্চলের

শেরপুরের পাহাড়ী এলাকার বেশিরভাগ বনাঞ্চলের জমি দখল করে বসবাস করছে স্থানীয়রা। এতে প্রতিনিয়তই ক্ষতিগ্রস্ত হচ্ছে বনাঞ্চল। উচ্চ পর্যায়ের নির্দেশে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন বনবিভাগ।

জেলার নালিতাবাড়ি, ঝিনাইগাতি ও শ্রীবরদী উপজেলার গারো পাহাড়ের মধুটিলা, রাংটিয়া ও বালিজুড়ি রেঞ্জসহ জেলায় প্রায় ২০ হাজার একর বনভূমি রয়েছে। বনবিভাগের এই বিশাল জমির প্রায় দুই হাজার একরেরও বেশি জমি দখলদারদের হাতে। গারো পাহাড়ের জমি কেটে তৈরী হচ্ছে নতুন বাড়ি, বনের জমিতে হচ্ছে চাষাবাদ। এতে সৌন্দর্য হারাচ্ছে বন। অস্তিত্ব সংকটে গারো পাহাড়।

প্রকাশ্যে বনের জমিতে বসবাসের কথা স্বীকার করলেও, দীর্ঘদিন ধরে বসবাসের দোহাই দিয়ে জমি ছাড়ছেন না বসবাসকারীরা। বসবাসের বিকল্প ব্যবস্থা করে উচ্ছেদ করলে, জায়গা ছাড়তে রাজি স্থানীয়রা।

এদিকে, জনবল সংকটের অজুহাতে দায় এড়ানোর চেষ্টা করছেন বন বিভাগের এই কর্মকর্তারা।

পুনর্বাসনের মাধ্যমে দখলকারীদের উচ্ছেদ করা হবে। পাশাপাশি বন বিভাগের জমিগুলো যেন বেদখল না হয় সেদিকে দৃষ্টি রয়েছে উপজেলা প্রশাসনের – এমনটাই জানালেন নির্বাহী কর্মকর্তা মোঃ রুবেল মাহমুদ।

দখলদারদের তালিকা তৈরী করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। উচ্চ পর্যায়ের নির্দেশে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন জেলা বন বিভাগের সহকারী বণসংরক্ষক প্রশান্ত কুমার সাহা।

বনবিভাগের তথ্য অনুযায়ী, শেরপুর জেলায় প্রায় ২০ হাজার একর বনভুমির মধ্যে সংরক্ষিত বন রয়েছে প্রায় ৫হাজার ৯শত একর। এরমধ্যে বেদখল হয়েছে দুই হাজার একরেরও বেশি বনভূমি।

ভয়েস টিভি/টিআর

You may also like