Home জাতীয় কক্সবাজারে বন্দুকযুদ্ধে একজন নিহত

কক্সবাজারে বন্দুকযুদ্ধে একজন নিহত

by Newsroom
বন্ধুকযুদ্ধ

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে বিজিবির টহল দলের সঙ্গে বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছে। ১৪ নভেম্বর শনিবার ভোররাতে নাফ নদীর এক নম্বর স্লুইস গেইট এলাকায় এ ‘গোলাগুলির’ ঘটনা ঘটে। তবে নিহতের পরিচয় এখনো জানা যায়নি।

টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান জানান, মিয়ানমার থেকে নাফ নদী হয়ে ইয়াবার একটি বড় চালান আসতে পারে- এমন গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদর বিওপি এলাকার এক নম্বর স্লুইস গেইটসংলগ্ন এলাকায় স্পিডবোটে টহল জোরদার করে বিজিবির একটি টহলদল।

ভোররাতের দিকে নাফ নদীর শূন্য রেখা অতিক্রম করে একটি কাঠের নৌকায় তিনজন লোক বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেন। বিজিবির টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করে। এইসময় নৌকায় থাকা ইয়াবা কারবারিরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

বিজিবিও পাল্টা গুলি ছুড়লে দুই-তিন মিনিট পর নৌকায় থাকা তিনজনের মধ্যে দুইজন সাঁতার কেটে পালিয়ে যায় এবং গুলিবিদ্ধ অবস্থায় একজনকে নৌকাসহ জব্দ করা হয়। তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে এখনও নিহতের পরিচয় পাওয়া যায়নি।

আরও পড়ুন: সেনা টহল জোরদার হচ্ছে রেড জোনে

তিনি বলেন, এসময় ২ বিজিবি সদস্য আহত হন। পরে নৌকাটিতে তল্লাশি চালিয়ে দুই লাখ ১০ হাজার ইয়াবা, একটি এলজি, দুই রাউন্ড কার্তুজ ও খালি খোসা উদ্ধার করা হয়। আহত দুই বিজিবি সদস্যকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভয়েস টিভি/এমএইচ

You may also like