Home ভিডিও সংবাদ বন্যার পানিতে গাইবান্ধায় সড়কের ব্যাপক ক্ষয়-ক্ষতি

বন্যার পানিতে গাইবান্ধায় সড়কের ব্যাপক ক্ষয়-ক্ষতি

by Amir Shohel

গাইবান্ধায় তিনদফা বন্যায় চরাঞ্চলের রাস্তাগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। পানি কমে যাওয়ায় স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করলেও রয়েছে অর্থ সংকট।

চলতি বছরের বন্যায় গাইবান্ধায় ছোট বড় রাস্তাগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে চর এলাকা থেকে সমতল ভূমি পর্যন্ত বেশিরভাগ রাস্তাই ভেঙ্গে গেছে। এছাড়া জেলার ৪ টি উজেলায় ১৫০টি চরের বিভিন্ন স্থানে কালভার্ট ভেঙ্গে পড়ায় যাতায়াতে চরম বিপাকে পড়ছে এলাকাবাসী।

বন্যায় ক্ষতিগ্রস্ত সাঁকো মেরামতে জনপ্রতিনিধিসহ বিভিন্ন দফতরে ধরনা দিয়েও দ্রুতই সব জায়গায় কাজ হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। তাই নিজ উদ্যোগে স্থানীয় ৩০ জন স্বেচ্ছাসেবী ও বেসরকারি সংস্থা এস কে এস ফাউন্ডেশনের সহযোগিতায় বাঁশ ও কাঠ দিয়ে সাঁকো নির্মাণ করছে গ্রামবাসী।

গাইবান্ধা সদরের উপজেলা চেয়ারম্যান শাহ সারোয়ার কবির জানান, বেশ কিছু জায়গায় রাস্তা ঘাট ও সাঁকো মেরামত কাজ চলছে। রাস্তাঘাট ও সাঁকো মেরামত কাজ দ্রুত শেষ হলে যাতায়তে সুবিধা হবে এবং সময় বাঁচবে।

ভয়েসটিভি/এএস

You may also like