Home ভিডিও সংবাদ কুড়িগ্রামে আবারো বাড়তে শুরু করেছে বন্যার পানি

কুড়িগ্রামে আবারো বাড়তে শুরু করেছে বন্যার পানি

by Amir Shohel
বন্যার পানি

কুড়িগ্রাম : কুড়িগ্রামে আবারো বাড়তে শুরু করেছে ধরলা নদীর পানি। একই সঙ্গে কিছুটা বাড়ছে ব্রহ্মপুত্র নদের পানিও। বন্যার পানি স্থায়ী হওয়ায় বানবাসী মানুষের মাঝে দুর্ভোগ বাড়ছে।

সরেজমিনে দেখা যায়, দীর্ঘদিন বাড়িছাড়া পরিবারগুলো অবর্ণনীয় কষ্টের মধ্যে দিনগুলো কাটাচ্ছে। বন্যা আক্রান্তদের তুলনায় ত্রাণ অপ্রতুল হওয়ায় আশ্রয়স্থানগুলোতে নিরব খাদ্যাভাব বিরাজ করছে। বেশিরভাগ মানুষ খাবার সংকটে ভুগছে। এখন পর্যন্ত পর্যাপ্ত ত্রাণ সরবরাহ না করায় লোকজন চরম দুর্ভোগের মধ্যে রয়েছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসের তথ্যে জানা যায়, জেলায় চলতি মাসের বন্যায় ৯ উপজেলার ৪৭৫টি গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে। এতে ৫ শতাধিক পরিবার নদী ভাঙনের শিকার হয়েছে। বন্যা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে ৫৫ হাজার বাড়িঘর।

 

ভয়েসটিভি/কুড়িগ্রাম প্রতিনিধি/এএস

You may also like