Home ভিডিও সংবাদ বন্যার পাশাপাশি ভাঙছে নদী, দিশেহারা মানুষ

বন্যার পাশাপাশি ভাঙছে নদী, দিশেহারা মানুষ

by Newsroom

লালমনিরহাট : দেশের অন্যান্য এলাকার মতো লালমনিরহাটে বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। বন্যার পাশাপাশি নদীভাঙনে বিপর্যস্ত হয়ে পড়েছে মানুষ। খাবার, বিশুদ্ধ পানির অভাবে কষ্ট পাচ্ছে তারা। রয়েছে গবাদি পশুর খাবারের সংকটও

তিস্তার পানি কমে যাওয়ায় তীব্র নদী ভাঙন দেখা দিয়েছে। সদর উপজেলার চর গোকুন্ডা, আদিতমারীর কুটিরপাড়, চন্ডিমারী, দক্ষিণ বালাপাড়া, কালীগঞ্জের শৈলমারী চর, হাতীবান্ধা উপজেলার সানিয়াজান, সিন্দুর্না, ডাউয়াবাড়ি ও গড্ডিমারীতে তীব্র ভাঙন দেখা দিয়েছে। গত দুই দিনে জেলার শতাধিক বসতবাড়ি তিস্তার গর্ভে বিলীন হয়েছে। ভাঙনের মুখে পড়েছে কয়েকশ ঘরবাড়ি, স্থাপনা ও ফসলি জমি।

ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে তিস্তাপাড়ের মানুষের।

ভয়েস টিভি/লালমনিরহাট প্রতিনিধি/ডিএইচ

You may also like