Home ভিডিও সংবাদ বন্যায় ফসল হারিয়ে দিশেহারা কৃষকরা

বন্যায় ফসল হারিয়ে দিশেহারা কৃষকরা

by Amir Shohel

রংপুর: বন্যার পানি নামলেও ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে রংপুর অঞ্চলের। দু’দফা বন্যার ভয়াল থাবায় এই অঞ্চলের ১ লাখ ৪৪ হাজার জমির আমন, শাকসবজিসহ বিভিন্ন ফসল নষ্ট হয়েছে। এতে প্রায় ২০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হওয়ায় দিশেহারা হয়ে পড়েছে স্থানীয় কৃষকেরা।

চলতি বছর দু-দফা বন্যা হয় রংপুরে। বর্তমানে বন্যার পানি নেমে গেলেও তিস্তা অববাহিকার ৫১৪ কিলোমিটার চরাঞ্চল ও নিম্নাঞ্চল ছাড়াও ঘাঘট, যমুশ্বেরীসহ বিভিন্ন নদ নদীর পানিতে রংপুর অঞ্চলের পাঁচ জেলায় তছনছ হয়ে গেছে আমনের আবাদ। দুই লাখ কৃষকের আমন-আউশ ধান, শাক-সবজিসহ এক’শ ৭৪ কোটি টাকার ফসল নষ্ট হয়েছে। ভাগ্য বিড়ম্বিত চাষীদের চোখে মুখে শুধুই হতাশার ছাপ। বিস্তীর্ণ ফসলের মাঠে এখন শুধুই বন্যার ক্ষত।

চিন্তিত কৃষকরা, ধার-দেনা করে চড়া দামে বীজ কিনে আবাদ করলেও খরচ উঠা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। বন্যার কারণে নির্দিষ্ট সময়ে আমন রোপন করতে না পারায় এবার পোকার আক্রমন হবারও সম্ভাবনা রয়েছে। সে কারণে আগাম ব্যবস্থা নেয়ার তাগিদ কৃষকদের।

রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষিবিদ মোহাম্মদ আলী জানান, কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে নানা উদ্যোগ নেয়া হয়েছে। লক্ষ্যমাত্রা অর্জনে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবার কথাও জানান তিনি।

ভয়েসটিভি/এএস

You may also like