Home ভিডিও সংবাদ বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ধ্বস, ফের প্লাবিত বিস্তীর্ণ এলাকা

বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ধ্বস, ফের প্লাবিত বিস্তীর্ণ এলাকা

by Amir Shohel

ভোলার পূর্ব ইলিশা ইউনিয়নের সাজিবান্দি এলাকায় ভেঙ্গে যাওয়া বাঁধ মেরামতের শেষ পর্যায়ে এসে কিছু অংশ দিয়ে ধ্বস নেমেছে। এতে নতুন করে ফের প্লাবিত হয়েছে বিস্তীর্ন জনপদ। পানিবন্দি হয়ে পড়েছে অন্তত ১০ হাজার মানুষ।

জানা গেছে, গত কয়েকদিন থেকেই জোয়ারের পানিতে ভোলার পূর্ব ইলিশা ইউনিয়নের সাজিকান্দি গ্রামে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙ্গা অংশ দিয়ে লোকালয়ে পানি ঢুকে ৬ দিন ধরে পানিবন্দি হয়ে আছে ১০ হাজার মানুষ। পানি উন্নয়ন বোর্ড দিন রাত চেষ্টা চালিয়ে বাঁধ মেরামত করলেও সন্ধ্যায় জোয়ারে পানির আঘাতে দ্বিতীয় দফায় প্রায় ১০ মিটার বাঁধ ভেঙ্গে ধ্বসে গেছে।

২৫ আগস্ট মঙ্গলবার ভেঙ্গে যাওয়া বাঁধ দিয়ে পানি প্রবেশ করে ১২ গ্রাম প্লাবিত হয়। দিনে দুইবার জোয়ারের পানিতে এসব এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি মানুষের মধ্যে দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ বালাই। অনেকেই রান্না করতে পারছে না। ক্ষতিগ্রস্থ পরিবারে নেমে এসেছে চরম দুর্ভোগ। পানিবন্দি এলাকায় খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। দুর্গত এলাকায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।

তবে এক দিনের মধ্যে ভেঙ্গে যাওয়া বাঁধ মেরামত করতে সক্ষম হওয়ার কথা জানিয়েছেন ভোলা পানি উন্নয়ন বোর্ড-১ নির্বাহী প্রকৌশলী মো. হাসানুজ্জামান।

ভয়েসটিভি/এএস

You may also like