Home ভিডিও সংবাদ বর্ষায় রমরমা ব্যবসা সাভারের নৌকা কারিগরদের

বর্ষায় রমরমা ব্যবসা সাভারের নৌকা কারিগরদের

by Newsroom
বর্ষায়

প্রতি বছরের বর্ষায় ব্যস্ত সময় পার করেন আশুলিয়ার নৌকা কারিগররা। প্রাকৃতিক এই দুর্যোগে সারাদেশেই নৌকার চাহিদা বেড়ে যায় কয়েকগুন। তাই চাহিদা অনুযায়ী নৌকা সরবরাহে এই সময়টাতেই দম ফেলার ফুরসত থাকে না সাভারের নৌকা কারিগরদের।

বন্যায় সাভারের বিভিন্ন এলাকা পানির নিচে তলিয়ে যায়। এসময় পানিবন্দি মানুষের একমাত্র বাহন হয়ে দাঁড়ায় নৌকা। তাই পানিবন্দি মানুষেরা নৌকা কিনতে চলে যায় সাভারের শত বছরের পুরানো শিমুলিয়া বাজারে।

বর্ষা এলেই নৌকার চাহিদা মেটাতে ব্যস্ত সময় কাটায় এখানকার নৌকা কারিগরেরা। আবার ক্রেতারা সেখান থেকে পছন্দমতো নৌকা বানিয়ে নিয়ে যায়।

ক্রেতাদের দাবি, অন্যান্য বছরের তুলনায় এ বছর নৌকার দাম তুলনামূলক কিছুটা বেশী। আকারভেদে একেকটি নৌকা ২ হাজার থেকে শুরু হয়ে ১৪ হাজার টাকায় বিক্রি হচ্ছে এখানে।

নৌকার কারিগর ও বিক্রেতারা বলছেন, নৌকা বানানোর কাঠসহ প্রয়োজনীয় কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় আগের তুলনায় লাভ হয় অনেক কম।

প্রতি বছর বন্যায় শত বছরের পুরানো শিমুলিয়া বাজারের চারপাশও বন্যার পানিতে প্লাবিত হয়ে থাকে। তাই নৌকার ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার কথা বিবেচনা করে হাটটি প্রয়োজনে অন্যত্র সড়িয়ে নেয়া হবে বলে জানান উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব।

ভয়েস টিভি/টিআর

You may also like