Home বিনোদন নিজের ইচ্ছায় বলিউডের অভিনয় জীবন ছেড়েছেন যাঁরা

নিজের ইচ্ছায় বলিউডের অভিনয় জীবন ছেড়েছেন যাঁরা

by Newsroom

ছিলেন অন্য পেশায়। বলিউডে এসে এখন জনপ্রিয় অভিনেতা। আবার এমনও অনেকেই আছেন, যারা অভিনয়ে এসে জনপ্রিয় হয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত অভিনয়ে আর থাকা হয়নি। পাড়ি দিয়েছেন অন্য পেশায়। সেসব বলিউড অভিনয়শিল্পীকে নিয়ে থাকল আজকের আয়োজন।
‘তুম বিন’ ছবিতে পিয়া ভার্মার চরিত্রে অভিনয় করেছিলেন স্যান্ডালি সিনহা। পরে এই ছবির সিকুয়েলেও তিনি অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন। এখন তিনি আছেন মুম্বাইয়ে। সেখানে বেকারি ও স্পা চালান এই অভিনেত্রী।

‘নাসিম’ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন ময়ূরী কাঙ্গো। পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর ‘পাপা কেহতা হ্যায়’, ‘হোগি প্যায়ার কি জিত’সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন তিনি। পাপা ক্যাহতে হ্যায়’ ছবিতে যুগল হংসরাজের নায়িকা হয়েছিলেন ময়ূরী কঙ্গো। গত শতকের নব্বইয়ের দশকের শেষে ‘ঘর সে নিকালতে হি’ গানটিতে তাকে খুব পছন্দ করেছিলেন বলিউডপ্রেমীরা। এরপর তিনি অভিনয় ছেড়ে দেন। এখন গুরগাঁওয়ে গুগল ইন্ডিয়ার ইন্ডাস্ট্রি হেড হিসেবে কাজ করছেন।

‘মোহাব্বাতে’ ছবিতে অভিষেক হয়েছিল কিম শর্মার। এছাড়াও তিনি ডর, খড়গম, তুম সে আচ্ছে কৌন হ্যায়, কেহতা হ্যায় দিল বার বার , ফিদা, তাজ মহল: এন ইন্টার্নাল লাভ ছবিতে অভিনয় করেছেন। এরপর কয়েকটি ছবিতে অভিনয়ের পর চলে আসেন রুপালি পর্দা থেকে। এরপর তিনি ব্যবসার দিকে ঝুঁকে যান।ইনস্টাগ্রাম

‘হিরো’, ‘আন্ধি-তুফান’, ‘মেরি জং’, ‘শাহেনশাহ’, ‘দামিনি’সহ বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন মীনাক্ষী শেষাদ্রি। তিনি ১৯৮১ সালে মাত্র ১৭ বছর বয়সে ইভ’স উইকলি মিস ইন্ডিয়া নির্বাচিত হয়েছিলেন। ১৯৯৫ সালে বিনিয়োগ ব্যাংক কর্মকর্তা হরিশ মহীশূরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সবকিছু ছেড়ে তিনি টেক্সাসে চলে যান বাচ্চাদের জন্য। সেখানে একটি ড্যান্স স্কুল পরিচালনা করছেন।

টুইঙ্কেল খান্নাকে পরিচয় করিয়ে দেয়ার কিছু আছে? ডিম্পল কাপাডিয়া ও রাজেশ খান্নার মেয়ে। তিনি বলিউড অভিনেতা অক্ষয় কুমারের স্ত্রীও। তিনি বরসাত, জান, দিল তেরা দিওয়ানা, উফ! ইয়ে মোহাব্বত, ইতিহাস, বাদশাহসহ অন্তত ৩০ টি সিনেমায় অভিনয় করেছেন। তবে এরপরই অভিনয় ছেড়ে দেন। শোনা যায়, আবার ফিরতে পারেন অভিনয়ে।

আরও পড়ুন : দুনিয়া শাসন করবেন হৃতিক: তামিল অভিনেতা

You may also like