Home ভিডিও সংবাদ বাগদা রেনু শিকারে হারাচ্ছে নানা প্রজাতির মাছের পোনা (ভিডিও)

বাগদা রেনু শিকারে হারাচ্ছে নানা প্রজাতির মাছের পোনা (ভিডিও)

by Newsroom
বাগদা রেনু শিকারে

ভোলা : অবাধে বাগদা রেনু শিকার করছে অসাধু জেলেরা। নদীর তীর ঘেষে বা চরে মশারি জাল দিয়ে প্রতিদিন চলছে এসব পোনা নিধন। সাধারণত জেলেরা বিশেষ পাত্রে রেনু রেখে অন্য প্রজাতির মাছ ফেলে দিচ্ছে। এতে হুমকিতে পড়েছে বাগদাসহ অন্য প্রজাতির মাছের পোনা। নষ্ট হচ্ছে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছের প্রজনন ক্ষেত্র।

এদিকে শিকারীদের আহরিত রেনু বিভিন্ন কৌশলে পাচার করছে পাইকাররা। এসব বন্ধে কোনো নজরদারি না থাকায় বেপরোয়া হয়ে পড়েছে জেলেরা। তাদের দাবি, জীবিকার তাগিদেই রেনু শিকার করছে। এটিই তাদের একমাত্র পেশা।

ভোলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: আসাদুজ্জামান বলছেন ‘বাগদা রেনু শিকার বন্ধে অভিযান চালানো হচ্ছে।’

একাধিক শিকারীর সাথে কথা বলে জানা গেছে ভোলার বাগদা রেনুর বেশি চাহিদা। পাশাপাশি লাভও বেশি। তাই বেশি লাভের আশায় জেলেরা বাগদা শিকার করছে।’

বাগদাসহ সব ধরণের মাছের উৎপাদন বাড়াতে রেনু শিকার বন্ধ এবং দেশীয় প্রজাতির মাছ রক্ষার দাবি ভোলাবাসীর।
সম্পাদনা : দেলোয়ার

You may also like