Home জাতীয় বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের অভিযোগে চারজন আটক

বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের অভিযোগে চারজন আটক

by Newsroom
বাঘা

কুষ্টিয়ায় ব্রিটিশ বিরোধী বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। ১৮ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যার দিকে জিজ্ঞাসাবাদের জন্যে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেন কুমারখালী থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান।

আটকরা হলেন, কয়া বাঘা যতীন ডিগ্রি কলেজের সভাপতি অ্যাড. নিজামুল হক চুনু, অধ্যক্ষ হারুন অর রশিদ, নৈশ প্রহরী খলিলুর রহমান ও কয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিচুর রহমান।

ওসি জানান, বৃহস্পতিবার মধ্যরাতের দিকে ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্যে সন্দেহভাজন চারজনকে আটক করা হয়েছে। আমরা সব দিক মিলিয়ে কাজ করছি। আশা করি তাদের ধরে আইনের আওতায় আনতে পারবো। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

জেলা পুলিশ সুপার এসএম তানভীর হোসেন বলেছেন, এ ঘটনায় সন্দেহভাজন চারজনকে আটক করা হয়েছে। আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার ব্যাপারে সুনির্দিষ্ট অনেক তথ্য পেয়েছেন।

যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ছিলেন স্বাধীনতা সংগ্রামী। যিনি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া গ্রামে জন্মগ্রহণ করেন। এর আগে কুষ্টিয়াতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনা ঘটেছিলো।

আরও পড়ুন : কুষ্টিয়ায় এবার বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর

ভয়েস টিভি/এমএইচ

You may also like